এবার ডিজিটাল আইনে মামলা করলেন শাকিব খান
অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান।
সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে তিনি এই মামলাটি করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ০৬ জুন পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
চিত্রনায়ক শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ তনু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর নামে আদালতে মামলা করেছেন শাকিব খান। এরপর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এ এম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে যান শাকিব।
এর আগে শাকিব খানের বিরুদ্ধে অপেশাদার আচরণ, চুক্তিভঙ্গ ও এক নারী সহ-প্রযোজককে ধর্ষণের মতো অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ। ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে গত ১৮ মার্চ (শনিবার) রাতে রাজধানীর গুলশান থানায় গিয়েছিলেন শাকিব। পুলিশ মামলা নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ।
তার আগে গত ১৫ মার্চ (বুধবার) বিকেলে শাকিব খানের বিরুদ্ধে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগ দাখিল করেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্ল্যাহ। সেখানে তিনি অপেশাদার আচরণ, চুক্তিভঙ্গ ও এক নারী সহ-প্রযোজককে ধর্ষণের মতো অভিযোগ তুলেছেন শাকিব খানের বিরুদ্ধে।
গত ১৮ মার্চ গুলশান থানা থেকে বের হয়ে সাংবাদিকদের শাকিব খান বলেন, “আমাদের সাথে কোনো ক্রাইম হলে আমরা প্রথমে থানায় যাই। তাই এখানে আসছি। আমি পরামর্শ নিয়েছি। উনারা কোর্টে মামলা করার পরামর্শ দিয়েছেন। আমি সেটাই করব। লিগ্যাল অ্যাডভাইজারের সাথে আলাপ করে কোর্টে মামলা করব।”
সারাদিন/২৭ মার্চ/এমবি