মেসির সেঞ্চুরির পর হ্যাটট্রিক

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৩

ছবি- সংগৃহীত

ফুটবল জাদুকর লিওনেল মেসির হ্যাটট্রিকে গোল উৎসব করেছে আর্জেন্টিনা। সেই সাথে দেশটির হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের তিন অঙ্ক স্পর্শ করলেন তিনি।

বাংলাদেশ সময় বুধবার (২৯ মার্চ) সকালে সান্তিয়াগো দেল এস্তেরোর মাদ্রে দে সিউদাদেসে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

এদিন শুরু থেকেই কখনও বিশ্বকাপ না খেলা দল কুরাসাও-এর বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলে আর্জেন্টাইনরা। তাদের অন্য চার গোলদাতা নিকোলাস গনসালেস, এনসো ফের্নান্দেস, আনহেল দি মারিয়া ও গনসালো মনতিয়েল।

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের পর চলতি মাসেই প্রথম মাঠে নামে লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনা। গত শুক্রবার পানামাকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ কুরাসাওকে কোনও সুযোগই দেয়নি মেসিরা।

প্রথমার্ধেই সম্পন্ন হয়েছে মেসির মাইলফলক ছোঁয়া হ্যাটট্রিক। আর আর্জেন্টিনার ৭ গোল। পানামার বিপক্ষে ৯৯তম আন্তর্জাতিক গোল করেন লিওনেল মেসি। কুরাসাও’র বিপক্ষে আর্জেন্টিনার গোলমুখ খুললেন তিনি, পেয়ে গেলেন শততম গোল।

সারাদিন/২৯ মার্চ/এমবি 

Nagad