বৃষ্টির পর ব্যাট করছে টাইগাররা, খেলবে ১৭ ওভার

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৩

ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

তবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টসের পর পরই সাগরিকায় নামল ঝুম বৃষ্টি। দীর্ঘ ১০০ মিনিট অপেক্ষার বৃষ্টি থেমেছে। বৃষ্টির পর বিকেল ৩টা ৪০ মিনিটে মাঠের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। দীর্ঘ ১০০ মিনিট অপেক্ষার বৃষ্টি থেমেছে।

অবশেষে স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটে খেলা শুরু হয়। দু’দল ১৭ ওভার করে খেলবে। পাওয়ার প্লে ৫ ওভারে। দুইজন বোলার সর্বোচ্চ ৪ ওভার করে করতে পারবেন।

সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডেয়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, বেন হোয়াইট।

Nagad

সারাদিন/২৯ মার্চ/এমবি