বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় জিতল আয়ারল্যান্ড
হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল! কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের পর দাপটের সঙ্গেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু শেষটা হাতছাড়া করেছে সাকিবের দল। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় পেয়েছে সফরকারী আয়ারল্যান্ড।
আজ শুক্রবার (৩১ মার্চ) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের জয়ে তিন ম্যাচের সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে। প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ ঘরেই রাখল সাকিব আল হাসানের দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৪ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। জবাবে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান করে জয় তুলে নেয় আয়ারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৯.২ ওভারে ১২৪ (লিটন ৫, রনি ১৪, শান্ত ৪, সাকিব ৬, হৃদয় ১২, শামীম ৫১, রিশাদ ৮, তাসকিন ০, নাসুম ১৩, শরিফুল ৫, হাসান ২*; হ্যান্ড ২.২-০-১৫-১, অ্যাডায়ার ৪-০-২৫-৩, টেক্টর ৪-০-২৮-১, ক্যাম্পার ৪-০২৩-১, হোয়াইট ২-০-১৫-১, হামফ্রেজ ২-০-১০-১, ডেলানি ১-০-৭-১)।
আয়ারল্যান্ড : ১৪ ওভারে ১২৬/৩ (স্টার্লিং ৭৭, অ্যাডায়ার ৭, ট্রাকার ৪, টেক্টর ১৪*, ক্যাম্ফার ১৬*; তাসকিন ৪-০-২৮-১, সাকিব ২-০-১৫-০, হাসান ২-০-২৬-০, শরিফুল ২-০-২৫-১, নাসুম ১-০-১২-০, রিশাদ ৩-০-১৯-১)।
ফল : আয়ারল্যান্ড ৭ উইকেটে জয়ী।
সিরিজ : বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।