বেশি দরে ডলার বেচাকেনা করলে ব্যবস্থা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

কিছু ব্যাংক ঘোষণার চেয়ে বেশি দামে ডলার কিনে, সেটি আরও চড়া দামে বিক্রি করছে- এমন অভিযোগ করছে। জানা গেছে, নির্ধারিত দরে না পেয়ে অনেক ব্যাংক এখন ঘোষণার চেয়ে বেশি দরে ডলার কিনছে। এ কারণে বিক্রিও করছে ঘোষণার বেশি দরে। এ ধরনের ১২টি ব্যাংক চিহ্নিত করে এসব ব্যাংকের এমডিকে বৈঠকে বসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

রোববার (২ মার্চ) হওয়া এই বৈঠকে অভিযুক্ত ১০ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে ডেকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ে রোববার সকালে তাদের (অভিযুক্ত ব্যাংকের এমডি) নিয়ে এক বৈঠক হয়। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক করা হয়।

তিনি জানান, অভিযোগ পাওয়ার পরই বিষয়টি নিয়ে তদন্তে করছে কেন্দ্রীয় ব্যাংক। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, অভিযোগ উঠে সাম্প্রতিক সময়ে এসব ব্যাংক ১১৩ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্স কেনার। একইভাবে তারা আমদানিকারকের কাছে ১১৪ থেকে ১১৫ টাকা পর্যন্ত দরে ডলার বিক্রি করে। অথচ ব্যাংকগুলো সর্বোচ্চ ১০৭ টাকা দরে রেমিট্যান্স কেনার কথা। বাড়তি অর্থ এ ব্যাংকগুলো এক্সচেঞ্জ হাউসের প্রতিনিধিকে পরিশোধ করে বা অন্যান্য খাতের ব্যয় দেখা হচ্ছে।

Nagad