বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের গোল উৎসব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

ছবি: গোল ডট কম

এবার দুর্দান্ত হ্যাটট্রিক উপহার দিলেন করিম বেনজেমার। দুর্দান্ত খেলে যাচ্ছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। তিনি ৭ মিনিটের হ্যাটট্রিকে রিয়াল ভাইয়াদলিদকে ৬-০ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। এ জয়ে স্প্যানিশ লা লিগার টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রোববার (২ মার্চ) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভাইয়াদলিদকে আতিথেয়তা জানায় রিয়াল। তবে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে জায়ান্ট দলটি। গ্যালাকটিকোদের হয়ে অন্য তিন গোলদাতা রদ্রিগো, মার্কো আসেনসিও ও লুকাস ভাসকেস।

২২ মিনিটে প্রতিআক্রমণ থেকে শুরুর গোলটি করেছেন রদ্রিগো। তার পর বার্নাব্যুর কর্তৃত্ব নিয়েছেন বেনজিমা। ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথমার্ধে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ৩৫ বছর বয়সী। ২৯ মিনিটে ভিনিসিয়ুসের ক্রসে ডাইভিং হেডে জাল কাঁপিয়ে তুলে নেন প্রথম গোল। ৩২ মিনিটে বেনজিমার পরের গোলটিতেও অবদান ছিল ব্রাজিলিয়ান তারকার। ৩৬ মিনিটে রদ্রিগোর ক্রসে হ্যাটট্রিক পূরণ করেছেন। যা আবার ১৯৯২ সালের পর রিয়াল মাদ্রিদের দ্রুততম হ্যাটট্রিকও। সেবার ফার্নান্দে হিয়েরো ৬ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।

এই মৌসুমে বেনজিমার গোল দাঁড়ালো ১৪টি। শীর্ষে থাকা রবের্ত লেভানডোভস্কির পরেই তার স্থান। পোলিশ ফরোয়ার্ডের চেয়ে আর ৩ গোল পিছিয়ে বেনজিমা।