ঘরের মাঠে টানা হারের স্বাদ পেলো মেসি-এমবাপ্পেরা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩

ছবি- সংগৃহীত

ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের স্বাদ পেলো লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাওয়ার আগে ঘরের মাঠে রেনেঁর কাছে ২-০ গোলে হেরেছিলো প্যারিসের জায়ান্টরা। এবার লিওঁ’র কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে মেসি-এমবাপ্পেরা।

রোববার (০২ এপ্রিল) রাতে প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে লিগ ওয়ানের অলিম্পিক লিওঁ’র কাছে ১-০ গোলে হেরে হোঁচট খেয়েছে ফরাসি জায়ান্টরা।

এই ম্যাচের ৫৬তম মিনিটে বার্ডলে বার্কোলার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওঁ। এর ফলে দুই বছরের বেশি সময় পর লিগে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেলো ক্রিস্টোফ গালতিয়েরের শিষ্যরা। এর আগে সবশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে লিগে টানা দুই ম্যাচ হেরেছিল পিএসজি।

এই পরাজয়ের পর ফ্রেঞ্চ লিগ ওয়ান টেবিলের শীর্ষে থাকলেও প্রতিদ্বন্দ্বীদের সাথে ব্যবধান ক্রমশই কমছে পিএসজির। টানা দুই ম্যাচে ৬ পয়েন্ট হারালো মেসি-এমবাপ্পেরা। ২৯ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে তারাই রয়েছে শীর্ষে।

সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লেন্স। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে তৃতীয় স্থানে মার্শেই। ৪৪ পয়েন্ট নিয়ে লিওঁ রয়েছে ৯ম স্থানে।

সারাদিন/০৩ এপ্রিল/এমবি 

Nagad