ঝিনাইদহে ৩ মাসে সড়কে ঝরেছে ২৫ তাজা প্রাণ

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩

ঝিনাইদহ সড়কগুলো দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে। জীবন হাতে নিয়ে চলতে হয় এসকল সড়কে । পুরো জেলায় এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ ৩ মাসে বিভিন্ন বয়সের ২৫টি তাজা প্রাণ ঝরে গেছে। জেলার সড়ক-মহাসড়কে চলছে মৃত্যুর মহোৎসব। কোনভাবেই ঠেকানো যাচ্ছে না সড়কে মৃত্যুর মিছিল । সড়ক শৃঙ্খলা বলতে যা বোঝায় তা পুরোপুরি ভেঙে পড়েছে বলে মনে করছে সচেতন মহল।

জানা যায়, ঝিনাইদহ জেলার উপর দিয়ে দেশের ৪টি গুরুত্বপূর্ণ মহাসড়ক চলে গেছে। দক্ষিণে ঝিনাইদহ-যশোর মহাসড়ক, উত্তরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক, পূর্বে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক এবং পশ্চিমে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক । এছাড়া ৬টি উপজেলার আন্ত-জেলা সড়ক তো রয়েছেই । শুধু মহাসড়কেই প্রতিদিন কয়েক হাজার বাস-ট্রাক-মাইক্রো-প্রাইভেট কার চলাচল করছে নিয়মিত।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলার ৬ উপজেলায় ২৫ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। এরমধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় সর্বাধিক ৯ জন, শৈলকুপায় ৫ জন, মহেশপুরে ১ জন, কোটচাঁদপুরে ৪ জন ও কালীগঞ্জ উপজেলায় ৫ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত সড়ক মহাসড়কে অভিযান চালানো হচ্ছে। আলমসাধু, ভটভটি ও ইজিবাইকসহ বিভিন্ন অবৈধ যানবাহন আটক করা হচ্ছে। পাশাপাশি তাদের সচেতনতাও করা হচ্ছে।

তিনি বলেন, এই সেক্টরের সঙ্গে সবাই একসঙ্গে কাজ না করলে পুলিশের পক্ষে একা অবৈধ যানবাহন বন্ধ করা সম্ভব নয়।

Nagad