ঈদে বরিশালের ৪০ লঞ্চঘাটে বিশেষ নিরাপত্তাব্যবস্থা

বরিশাল সংবাদদাতাবরিশাল সংবাদদাতা
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩

ছবি- সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় বরিশালে ৪০টি লঞ্চ, স্টিডবোট ও ট্রলার ঘাটে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে সড়কপথেও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম এই কথা বলেন।

বরিশালের পুলিশ সুপার বলেন, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। ট্রাফিক পুলিশের ৬টি চেকপোস্ট নিয়মিতভাবে পালাক্রমে মহাসড়কে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এখনও পর্যন্ত ঢাকা-বরিশাল এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহজাহান হোসেন উপস্থিত ছিলেন।

সারাদিন/০৪ এপ্রিল/এমবি

Nagad