তাইজুলের ঘূর্ণিতে ২১৪ রানেই অলআউট আয়ারল্যান্ড

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩

ছবি- সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। সাদা পোশাকে আইরিশদের বেশ শক্তভাবেই লাগাম টেনে ধরেছে বাংলাদেশ।

মঙ্গলবার (০৪ এপ্রিল) রাজধানীর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়েছে সফরকারী আয়ারল্যন্ড।

বল হাতে আইরিশ শিবিরকে একাই ধ্বংস করে দিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ঘূর্ণি জাদুতে ৫৮ রানের বিনিময়ে একাই ৫ উইকেট শিকার করেছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৭৭.২ ওভারে ২১৪।
(ম্যাককলাম ১৫, কমিন্স ৫, বালবার্নি ১৬, টেক্টর ৫০, ক্যাম্পার ৩৪, মুর ১, টাকার ৩৭, ম্যাকব্রাইন ১৯, অ্যাডায়ার ৩২, হিউম ২, হোয়াইট ০*; শরিফুল ৮-১-২২-১, খালেদ ৯-১-২৯-০, ইবাদত ১২-০-৫৪-২, তাইজুল ২৮-১০-৫৮-৫, মিরাজ ১৭.২-৪-৪৩-২, সাকিব ৩-১-৮-০)।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

Nagad

আয়ারল্যান্ড একাদশ: মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বালবির্নি, হ্যারি টেক্টর, পিজে মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেট), মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রিন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

সারাদিন/০৪ এপ্রিল/এমবি