রাবিতে গাইবান্ধা জেলা সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাইবান্ধা জেলা সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঠে এক বিশেষ আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে গত ৯ বছর ধরে সফলতার সাথে এই সমিতি কাজ করে যাচ্ছে। সমিতির সদস্যরা জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকে। জেলার একঝাঁক উদ্যোমী তরুণ শিক্ষার্থীর পদচারণা সমিতি সফলভাবে এগিয়ে চলেছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় পারস্পারিক সম্পর্ক বৃদ্ধি পাশাপাশি সমিতিটি বিশেষ অবদান রাখবে বলে মনে করেন তারা।


সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক মাহফুজুর রহমান আকন্দ, রাজশাহী পোস্টমাস্টার জেনারেল সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের পরিবহন টেকনিক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সমিতির সভাপতি মেহেদী হাসান প্রমূখ।