ইষ্ট হ্যান্ডস’র উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বরিশালের বানারীপাড়ায় ইষ্ট হ্যান্ডস’র নামক স্বেচ্ছাসেবী সংগঠন’র পক্ষ থেকে ঈদ উপলক্ষে প্রতি বছরের ন্যায় প্রতিবন্ধী ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুপ্রেরণামূলক পরিবর্তনকে মূল প্রতিপাদ্য করে প্রতি বছরের ন্যায় স্বেচ্ছাসেবী সংগঠন ইষ্ট হ্যান্ডস’ এ বছরও প্রতিবন্ধী ও অসহায় মানুষদের মাঝে এ ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করে।


বানারীপাড়া হাই কেয়ার স্কুল প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার তুলে দেন বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা তালুকদার ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা সমাজসেবা অফিসার পার্থ দেউরী, প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল ইসলাম জুয়েল, বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সুমন রায় সুমন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ রুথেন, বানারীপাড়া হাই-কেয়ার স্কুলের প্রধান শিক্ষক রাসেল বখশ্, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক ইমরান আহম্মেদ, বানারীপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ব্যবসায়ী খাইরুল ইসলাম, ধারালিয়া বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজালাল, উপজেলা শ্রমিকলীগ নেতা খলিলুর রহমান বালী, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মজিবর রহমান, মিথুন সাহা, সাজিদ সাওন, বানারীপাড়া ছাত্র বন্ধন ফোরামের সভাপতি ডলার ইবনে হানিফ, যুবলীগ নেতা রাসেল মোল্লা, ছাত্রলীগ নেতা মিরাজ মোল্লা প্রমুখ।