পাবনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পাবনা সংবাদদাতাপাবনা সংবাদদাতা
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

ছবি- সংগৃহীত

পাবনা শহরে হিরা (২২) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান ওরফে মিজানকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (০৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পাবনা সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান ওরফে মিজান পাবনা পৌর সদরের পৈলানপুর মহল্লার করিম বক্সের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকষ দল অভিযান চালিয়ে পাবনা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের নিজ বাড়ি থেকে মিজানকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনার সদর থানায় গ্রেপ্তারকৃত মিজানকে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মিজান ২০০৮ সালের ২৮ মে ব্যক্তিগত শক্রতার জেরে পাবনা শহরের রূপকথা রোডে সাদ্দাম হোটেলের পাশে হিরা (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে। ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। এরপর দীর্ঘ ১৫ বছর ধরে মামলার সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে ২০২১ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানকে মৃত্যুদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

সারাদিন/০৮ এপ্রিল/এমবি 

Nagad