রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর অনন্য উদ্যোগ, ‘ঈদের হাসি’ উপহার

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর শত পরিবারে লক্ষ টাকায় ঈদের হাসি উপহার আয়োজনে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

‘দ্রব্যমূল্যের বাজারে সামান্য টাকা রোজগারে যখন গলদঘর্ম অবস্থা ঠিক তেমনি দুঃসময়ে হঠাৎ পাওয়া ১ হাজার টাকার কড়কড়ে নোটে তুমুল কৃতজ্ঞতায় যেনো নুয়ে পড়লো গ্রামের সহজ সরল মানুষগুলি। রাউজানে ‘ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক গণপাঠাগার মিলনায়তনে’ ছলাৎ ছলাৎ সুখের ঢেউ যেনো আচড়ে পড়ছিলো।’

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর অনন্য উদ্যোগে ‘শত পরিবারে লক্ষ টাকায় ঈদের হাসি’ উপহার আয়োজনকে এভাবেই মূল্যায়ন করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ও ’৭৫ পরবর্তী বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদী কণ্ঠ এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি বর্তমানে তেলা মাথায় তেল দেয়ার প্রতিযোগিতাকালে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীকে ভাবনায় রাখার জন্যে রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টকে ধন্যনাদ ও কৃতজ্ঞতা জানান।

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের চার্টার প্রেসিডেন্ট সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ৮ এপ্রিল রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বেলা ১২টায় এ অনিন্দ্য আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রোটারিয়ান শওকত বাঙালির সঞ্চলনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মোঃ শহিদুল্লাহ, রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, রোটারিয়ান পিপি পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান নাসিমা আখতার, রোটারিয়ান বৃজেট ডায়েস, স্থানীয় ঈদগাঁ পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ শওকত নোমান, সমাজসেবী ঈসা খাঁ, লোকমান হোসেন, মফিজ মেম্বার, নজরুল ইসলাম, সালামত আলী, শওকত আল-আমিন, শওকত হাফেজ, নোমান তালুকি, আজাদ হোসেন, যুবনেতা আরিফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ক্লাবের ৮৮০ তম সভায় রাউজানে ১’শ পরিবারকে ১ হাজার টাকার ঈদ উপহার বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো এবং আগামী ১৪ এপ্রিল উপলব্ধি’র সুবিধাবঞ্চিত শিশুদের সাথে পহেলা বৈশাখ উদযাপন ও ইফতার বিতরণের কর্মসূচি রয়েছে।

সারাদিন. ৮ এপ্রিল

Nagad