শুনানি পেছালো, আপাতত কারাগারেই গোল্ডেন মনির

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

ছবি- সংগৃহীত

অর্থপাচার মামলায় মো: মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির সময় পিছিয়েছে। আগামী ২৬ এপ্রিল শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন চেম্বার আদালত।

মঙ্গলবার (১১ এপ্রিল) চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকীর আদালত এই আদেশ দেন। ওই দিন শুনানি শেষ না পর্যন্ত গোল্ডেন মনির কারাগার থেকে বের হতে পারবে না বলেও আদেশে বলা হয়েছে।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া গোল্ডেন মনিরের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম গণমাধ্যমকে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ০৫ এপ্রিল অর্থপাচার মামলায় মো: মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে জামিন দেন উচ্চ আদালত। পরে তার জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সবশেষ মঙ্গলবার (১১ এপ্রিল) শুনানি শেষে নতুন দিন নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, ২০২০ সালের ১১ মে সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম মনিরসহ ১০ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে মনির হোসেনের স্ত্রী, ছেলে-মেয়ে ও বোনকে আসামি করা হয়। এরপর একই বছরের ২১ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

Nagad

সারাদিন/১১ এপ্রিল/এমবি