পবিত্র কাবাঘরে মুষলধারে বৃষ্টি, তাওয়াফকারীদের উচ্ছ্বাস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

পবিত্র কাবাঘর

পবিত্র রমজান মাসে কাবা প্রাঙ্গণে মুষলধারায় বৃষ্টি হয়েছে। এ সময় পবিত্র কাবাঘরে ওমরাহ করতে আসা তাওয়াফকারী ও মুসল্লিরা উচ্ছ্বাস প্রকাশ করেন ও বৃষ্টি উপভোগ করেন।

স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) পবিত্র মক্কা শহরে মুষলধারে বৃষ্টি নেমেছে। খবর আল আবাবিয়া নিউজ’র।

ভারী বৃষ্টির মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি মক্কার আঞ্চলিক অফিসের টুইট অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির মুহূর্তে মুসল্লিরা তাওয়াফ করছেন, অনেকে কাবা প্রদক্ষিণ করছেন এবং কেউ কেউ বৃষ্টির মাঝে দাঁড়িয়ে কাবার সামনে নামাজ ও দোয়া আদায় করছেন। কাবাঘর স্পর্শ করে বৃষ্টির পানি ছুঁয়ে দেখছেন অনেকে। এছাড়া কেউ কেউ সুন্দর এই মুহূর্তটিকে বেঁছে নিয়েছেন নামাজ ও দোয়ার জন্য।

ভারী বৃষ্টির মুহূর্তে সেখানে নিয়োজিত নিরাপত্তা ও জরুরি সংস্থার কর্মকর্তা এমন আবহাওয়ায় কোনো অঘটন যেন না ঘটে তা নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের সব বিধিনিষেধ তুলে নেওয়ায় গত দুই বছরের তুলনায় ২০২৩ সালে পবিত্র রমজান মাসে বেশি মানুষ ওমরাহ করতে এসেছেন। চলাতি বছরের ২৩ মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আগামী ২১ এপ্রিল রমজান শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Nagad

সারাদিন/১১ এপ্রিল/এমবি