বাউবির ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ, ৭০.১৯ শতাংশ পাস

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

ছবি- সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২০ সালের বিএ ও বিএসএস পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিকসহ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলাফল অনুযায়ী, চলতি বছর পাসের হার ৭০ দশমিক ১৯ শতাংশ। চূড়ান্ত পরীক্ষায় ৪৫ হাজার ২৬২ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৩১ হাজার ৭৬৯ জন।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এই ফলাফল প্রকাশ করা হয়। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ ফ ম মেজবাহ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

ড. মেজবাহ উদ্দিন জানান, শিক্ষার্থীদের মধ্যে একজন এ মাইনাস, ১৭৩ জন বি প্লাস, ২ হাজার ৬৭৭ জন বি, ৯ হাজার ৪৮১ জন বি মাইনাস, ১১ হাজার ৭৭৯ জন সি প্লাস, ৬ হাজার ৬২৭ জন সি এবং ১ হাজার ৩১ জন সি মাইনাস গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৯৫০ ছাত্র এবং ১৩ হাজার ৮১৯ ছাত্রী।

চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল result.bou.ac.bdI Semester/Detail Result-exam.bou.ac.bd এবং বাউবির সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে।

সারাদিন/১১ এপ্রিল/এমবি 

Nagad