আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩

সুদানে ক্ষমতার লড়াইয়ে নিহত ২৭

সুদানে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ক্ষমতার লড়াইয়ে অন্তত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত প্রায় ২০০ জন।সংঘাতে নিহত ব্যক্তিদের মধ্যে জাতিসংঘের তিনজন কর্মী রয়েছেন। একটি সামরিক ঘাঁটিতে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় তাঁরা নিহত হন।গতকাল শনিবার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা চালায় আরএসএফ। এ অভ্যুত্থানচেষ্টার জেরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে আরএসএফের সংঘর্ষ বাধে।সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ, সেনাসদর ও রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।সুদানের গণতন্ত্রে ফেরার একটি প্রস্তাব নিয়ে বেশ কিছু দিন ধরে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে উত্তেজনা চলছিল। এ উত্তেজনা এখন সংঘাতে রূপ নিল।সেনাবাহিনী ও আরএসএফ উভয়ই দাবি করেছে, তারা রাজধানী খার্তুমের আন্তর্জাতিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এসব স্থানে রাতভর লড়াই চলছিল। এ ছাড়া দারফুর অঞ্চলের শহরগুলোসহ দেশটির অন্যত্রও সহিংসতার খবর পাওয়া গেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, সামরিক উড়োজাহাজগুলো আরএসএফের ঘাঁটিতে হামলা চালাচ্ছে। সূত্র: প্রথম আলো

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন
বিশ্বব্যাংককে সংস্কার করে উন্নয়নশীল দেশগুলোকে চীনের হাত থেকে বাঁচাতে হবে

বিশ্বব্যাংকের সংস্কার এবং উন্নয়নশীল দেশগুলোকে চীনের কবজা থেকে রক্ষা করার আহবান জানিয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ২০১০ থেকে ২০১৬ এই ছয় সাল দেশটির প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী ক্যামেরন ব্রিটিশ মর্যাদাশীল দৈনিক টেলিগ্রাফে লেখা এক কলামে এ আহ্বান জানান। ক্যামেরন লিখেন, উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেশি। কভিড-১৯ মহামারি, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং বিপর্যয়কর জলবায়ু পরিবর্তন দরিদ্রতম দেশগুলোর জন্য একটি ত্রিমুখী আঘাত।দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা সস্তা নয় উল্লেখ করে তিনি লিখেন, এটি অনুমান করা হয় যে সবুজ-শক্তি রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিনিয়োগের জন্য প্রতি বছর আরো এক ট্রিলিয়ন ডলার সরাসরি অর্থায়নের প্রয়োজন হবে। আর তা এমন এক সময়ে করতে হবে যখন অনেক ধনী দেশেও সরকারের রাজস্ব হ্রাস পেয়েছে এবং বেড়েছে ঋণের বোঝা। সূত্র: কালের কণ্ঠ

শীর্ষ বিনোদন কেন্দ্র হওয়ার পথে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের শীর্ষ বিনোদনকেন্দ্রে পরিণত হচ্ছে সৌদি আরব। ভ্রমণ গন্তব্য হিসেবে বাড়ছে দেশটির জনপ্রিয়তা। গত চার বছরে মোট ১২ কোটি মানুষ যোগ দিয়েছে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে। জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) প্রধান তুর্কি আল শেখ সম্প্রতি এমনটাই জানান। খবর দি অ্যারাবিয়ান বিজনেস। তুর্কি আল শেখের দাবি, বিনোদন খাতে সৌদি আরবের অগ্রগতির জন্য যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহম্মদ বিন সালমানের বিশেষ ভূমিকা রয়েছে। সম্প্রতি জিইএ তৈরি করে চলছে বিশ্ব রেকর্ড। বিনোদন খাতে বাড়ছে কর্মসংস্থান। ২০১৯ সালের আগস্টে নতুনভাবে লাইসেন্স পদ্ধতি প্রণয়ন করা হয়। তারপর থেকে ১১ হাজার ১৩৬টি লাইসেন্স অনুমোদন দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। লাইসেন্সের প্রক্রিয়া সুবিধাজনক করার স্বার্থে প্রণয়ন হয়েছে নতুন অনলাইন পদ্ধতি। জিইএর প্রধান পরিচালন কর্মকর্তা সুলতান আল ফকির বলেন, ‘এত বেশি লাইসেন্স দেয়ার কারণ মূলত বিনিয়োগকারীদের উৎসাহিত করা। যেন তারা বিনোদন খাতে বিনিয়োগ করতে এগিয়ে আসেন।’ সূত্র: বণিক বার্তা ।

Nagad

পুলিশের সামনেই গুলিতে নিহত সাবেক রাজনীতিক ও তার ভাই, চলছিল টিভি লাইভ

পুলিশের সামনেই রিভলভার ঠেকিয়ে চলল পরপর গুলি। সঙ্গে-সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন ভারতের ‘মাফিয়া’ তথা রাজনীতিবিদ আতিক আহমেদ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো আতিকের ভাই আশরাফেরও। দেশটির উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মেডিক্যাল কলেজের কাছে ঘটে যাওয়া সে ভয়ংকর মুহূর্তের পুরোটা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে। এ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। রুটিন স্বাস্থ্যপরীক্ষার জন্য শনিবার রাত ১০টা নাগাদ আতিক ও আশরাফকে প্রয়াগরাজের একটি হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এই দু’জন দেশটির এক আইনজীবী হত্যা মামলার অন্যতম আসামী।হাতকড়া পরিয়ে দু’জনকে পুলিশের গাড়ি থেকে নামানো হয়। নামানোর পর আতিকদের ঘিরে ধরেন সাংবাদিকরা। তারা প্রশ্ন করতে থাকেন। প্রাথমিকভাবে কিছু বলেনি আতিক। তারপর কিছু একটা বলতে শুরু করে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

দুবাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরে দুবাইয়ের আল রাস এলাকায় এই অগ্নিকাণ্ডে আহত হয় ৯ জন।দুবাইয়ের সিভিল ডিফেন্সের এক মুখপাত্রের বরাত দিয়ে আজ রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ওই মুখপাত্র বলেন, দুবাইয়ের সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।ওই মুখপাত্র জানান, স্থানীয় সময় শনিবার বেলা ১২টা ৩৫ মিনিটে দুবাই সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। এরপর দুবাই সিভিল ডিফেন্স সদরদপ্তর থেকে একটি টিম ১২টা ৪১ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুন নেভাতে পোর্ট সাঈদ ফায়ার স্টেশন ও হামরিয়াহ ফায়ার স্টেশন সহায়তা দেয়। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্র: সমকাল

চীনে ঝুঁকছে ইউরোপ-ল্যাতিন

বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা, বিশ্বে এখন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য থেকে বেরিয়ে আসছে। বৈশ্বিক এ পরিবর্তনে প্রধান চরিত্র হয়ে উঠেছে চীন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র-পশ্চিমাদের পর সবচেয়ে বড় প্রভাবক হিসেবে আলোচনায় এসেছে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের দেশটি। চীনের প্রভাব এখন এত তুঙ্গে যে যুক্তরাষ্ট্রের বলয় ছেড়ে বেরিয়ে আসছে উন্নত ও উদীয়মান উন্নতির দেশগুলো। বহুপাক্ষিক বিশ্বব্যবস্থায় বিশ্বের প্রায় সব প্রান্তেই এখন প্রভাব চীনের। যার সর্বশেষ নজির ল্যাতিন আমেরিকা ও ইউরোপের প্রভাবশালীদের বেইজিং সফর। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, সফরে গিয়ে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা। গত শুক্রবার তিনি বলেছেন, ‘বিশ্বে যুক্তরাষ্ট্রের একক প্রভাব কমিয়ে চীনের যে নতুন বিশ্বব্যবস্থার পরিকল্পনা তা এগিয়ে নিতে আগ্রহী ব্রাজিল।’ চীনের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠককালে লুলা বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্কের উদ্দেশ্য কেবল বাণিজ্যিক নয়। আমাদের রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। আমাদের আগ্রহ রয়েছে নতুন একটি ভূ-রাজনীতির জন্ম দেওয়া যাতে করে জাতিসংঘের সাহায্যে আমরা বিশ্বের শাসনব্যবস্থাকে বদলে দিতে পারি।’ সূত্র: দেশ রুপান্তর

ফ্রান্সে পেনশন সংস্কার আইন অনুমোদন

দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলন উপেক্ষা করেই ফ্রান্সের সাংবিধানিক পরিষদ বিতর্কিত পেনশন সংস্কার আইন গত শুক্রবার অনুমোদন করেছে। এতে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর জিত হলো বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মন্তব্য করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাংবিধানিক পরিষদের অনুমোদনের পর নতুন আইনটির বাস্তবায়নের জন্য এখন কেবল প্রেসিডেন্টের স্বাক্ষরটুকু বাকি রয়েছে। আইনের মূল অনুলিপিতে প্রেসিডেন্ট মাখোঁ স্বাক্ষর করলেই তা কার্যকর হবে ফ্রান্সজুড়ে।ফ্রান্সের কেন্দ্রীয় আইনসভায় গত ৩০ জানুয়ারি প্রস্তাবিত পেনশন সংস্কার বিলটি পেশ করেন মাখোঁ। এতে ফরাসিদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ বছর নির্ধারণের প্রস্তাব করা হয়। সেই সঙ্গে বলা হয়, যেসব ফরাসি নাগরিক পূর্ণ অবসর ভাতা পেতে চান, তাদের অন্তত ৪৩ বছর চাকরি করতে হবে।বর্তমান আইনে কোনো নাগরিক ৪১ বছর ৬ মাস কাজ করলেই পূর্ণ অবসরভাতা বা পেনশন পান। নতুন আইন কার্যকর হলে ৪৩ বছরের কম সময় কাজ করে যারা অবসর নেন, তাদের পেনশনের থেকে কিছুটা কেটে নেবে সরকার। সূত্র: দৈনিক বাংলা।

টেলিভিশনে লাইভ বক্তব্য দেয়ার সময় ভারতের সাবেক বিধায়ককে হত্যা

টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে থাকার সময় ভারতের সাবেক একজন রাজ্যসভার সদস্য এবং তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। অপহরণের একটি মামলায় তিনি আগে সাজাপ্রাপ্ত হয়েছিলেন। হত্যা এবং হামলার একটি মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তারের পর আতিক আহমেদ নামে সাবেক ওই বিধায়ককে শনিবার রাতে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ।রাত সাড়ে ১০টার দিকে মেডিকেল কলেজের কাছে দাঁড়িয়ে যখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন খুব কাছ থেকে পিস্তল বের করে তার মাথায় গুলি করা হয়।সেই সময় পাশে দাঁড়ানো তার ভাই আশরাফকেও গুলি করে হত্যা করা হয়।
যারা গুলি করেছিলেন, তারা সাংবাদিক সেজে দাঁড়িয়ে ছিলেন।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুলি করার পরপরই তিনজন ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাদের পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।ভিডিওতে দেখা যাচ্ছে, আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ পুলিশি হেফাজতে থেকেই সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। সূত্র: বিবিসি বাংলা।

ইউক্রেইন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করছে পোল্যান্ড

নিজেদের কৃষিক্ষেত্রকে বাঁচাতে প্রতিবেশী দেশ ইউক্রেইন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড সরকার। শনিবার দেশটির ক্ষমতাসীন ‘ল অ্যান্ড জাস্টিস পার্টির’ (পিআইএস) প্রধান ইয়ারোস্লাভ কাচিন্সকি পোলিশ সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।‘লজিস্টিক’ সংক্রান্ত নানা জটিলতায় ইউক্রেইন থেকে আমদানি করা বিপুল পরিমাণ খাদ্যশস্য মধ্য ইউরোপের দেশগুলোতে আটকা পড়ে রয়েছে। ফলে ওইসব দেশে খাদ্যশস্যের দাম অস্বাভাবিক রকম কমে গেছে, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর তুলনায় ইউক্রেইনে খাদ্যশস্যের দাম বেশ কম। সূত্র: বিডি নিউজ

 

ইমাম-মুয়াজ্জিনদের গোল্ডেন ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত

এখন থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় ব্যক্তিত্বদের গোল্ডেন ভিসা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ধনী প্রদেশ দুবাই আমিরাতের সরকার। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ শনিবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেন। ওই আদেশে বলা হয়, যারা ভিসা পাওয়ার শর্ত পূরণ করতে পারবেন তারা সহজেই দুবাইয়ে থাকার জন্য ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা পাবেন। অর্থাৎ, যেসব ইমাম, মুয়াজ্জিন, ইসলামিক চিন্তাবিদ, মুফতি দুবাইয়ে কমপক্ষে ২০ বছর ধর্মীয় জ্ঞান বিতরণ ও চর্চা করেছেন তাদেরকে এ ভিসা দেওয়া হবে।
পবিত্র ঈদুল ফিতরের আগে ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান জানাতে এমন ঘোষণা দিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ। এছাড়া ঈদ উপলক্ষ্যে ইসলামিক ব্যক্তিত্বদের উপহার দেওয়ার ঘোষণাও এসেছে ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে। সূত্র: জাগো নিউজ