টানা দুই ম্যাচে গোলশূন্য ড্র বার্সার

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩

বি- সংগৃহীত

জিরোনার বিপক্ষে ব্যর্থতার পর এবার  আগের ম্যাচে জিরোনার সাথে গোলশূন্য ড্র করে কাতালান ক্লাবটি। পরের ম্যাচ রোববার (১৬ এপ্রিল) রাতেও গোলশূন্য ড্র করেছে বার্সা।

রোববার গেতাফের মাঠে প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো স্বাগতিকরাই। অবশ্য বার্সার দেওয়াল ভাঙতে পারেনি গেতাফে ফরোয়ার্ড। প্রতিপক্ষের আক্রমণের পর ম্যাচে ফিরে বার্সেলোনা। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয়।

ম্যাচের ৬৭ শতাংশ সময় বল ছিলো বার্সেলোনার দখলে। তবে খুব ধারাল আক্রমণ বা পরিষ্কার সুযোগ তেমন তৈরি করতে পারেনি তারা। গোটা ম্যাচে লক্ষ্যে শট নিতে পেরেছে স্রেফ ৩টি।

টানা দুই ম্যাচে ড্র’য়ের কারণে লা লিগায় রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনার ব্যবধান ৪ পয়েন্ট কমে নেমে এল ১১ পয়েন্টে। মৌসুমে এখনও ৯টি করে ম্যাচ বাকি দুই দলর। ২৯ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট এখন ৭৩। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬২। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সারাদিন/১৭ এপ্রিল/এমবি 

Nagad