বাফুফে নিয়ে এখনই মন্তব্য করা দ্রুত হয়ে যায়: পাপন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এ নিয়ে মুখ খুলেছেন সাবেক ফুটবলারসহ অনেক ক্রীড়াবিদরা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সবশেষ বাফুফের সাধারণ সম্পাদকের নিষেধাজ্ঞার প্রসঙ্গে মুখ খুলেছেন পাপন।
বাফুফের সাধারণ সম্পাদক নিষিদ্ধ হওয়ায় সংগঠক হিসেবে কী মনে করছেন? এমন প্রশ্নে পাপন বলেন, “নো কমেন্টস। ক্রিকেটের বাইরে কোনো কিছুতেই আগ্রহ নেই।”
সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর মিরপুরে বিসিবির ইফতার বিতরণ কর্মসূচীতে নাজমুল হাসান পাপন এই কথা বলেন।
এখনই এই সম্পর্কে মন্তব্য করবে না জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “আমি নিশ্চিত ফেডারেশনে যারা আছে এবং আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এটা দেখছে। এখনই এটা নিয়ে মন্তব্য করা দ্রুত হয়ে যায়। দেখি আগে কী করে।”
পাপন আরও বলেন, “চিন্তার কিছু নাই। আমার সেদিনের জবাবটা ছিলো, ক্ষোভ থেকে। অনেকে মনে করে আমাকে নিয়ে কিছু বলেছিল সেটা না, মূল ক্ষোভ ছিলো মেয়েরা যেতে না পারার বিষয়টি নিয়ে। এটা শেষ। ওখানে কী হচ্ছে যেহেতু আমি জানি না। এটা নিয়ে কথা বলতে হলে জানতে হবে, দেখতে হবে। সেটির সময়ও আমার নেই।”
সারাদিন/১৭ এপ্রিল/এমবি