রানবন্যার ম্যাচে জিতলো চেন্নাই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রানবন্যার ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে বড় ব্যবধানে হেরেছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
সোমবার (১৭ এপ্রিল) রাতে ব্যাঙ্গালুরুর চিন্বাসামী স্টেডিয়ামে ৪৪৪ রানের ম্যাচে ব্যাঙ্গালুরুকে ৮ রানে হারিয়েছে চেন্নাই।
এদিন টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৬ রানের বড় সংগ্রহ করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ২১৮ রানে থামে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ইনিংস। এই জয়ে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে উঠে আসল মাহেন্দ্র সিং ধোনির দল।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ২২৮ রানের স্কোর গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মাত্র ২ রানের জন্য সেই স্কোর পার করতে না পারলেও চেন্নাই ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেওয়ার মতো সংগ্রহই পেয়েছিলো।
সারাদিন/১৮ এপ্রিল/এমবি