ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিমি যানজট
ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ফলে প্রচণ্ড গরমে ভোগান্তি বেড়েছে ঘরমুখো যাত্রীরা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে কাঁচপুর-আউখাবর ১০ কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়।
জানা গেছে, ঈদ যত এগুচ্ছে তার সাথে পাল্লা দিয়ে ঘরমুখো মানুষের চাপও বাড়ছে। মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে বরপা পর্যন্ত তিনটি পয়েন্টে প্রতিনিয়তই যানজট সৃষ্টি হচ্ছে।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ফারুক গণমাধ্যমকে বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ায় যানবাহনেরও চাপ বেড়েছে। তবে আমাদের সদস্যরা যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদ উপলক্ষে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের জন্য ২৬ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। এক যোগে আমাদের পিকেট ডিউটি টিম ও মোটরসাইকেল মোবাইল টিম কাজ করছে। যানজট তৈরি হওয়া স্পটগুলোর যানজট নিয়ন্ত্রণে পুলিশ তৎপর আছে।
সারাদিন/১৮ এপ্রিল/এমবি