১৫ দিনের জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

১৫ দিনের সফরে তিন দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন সরকারপ্রধান।

সফরসূচি অনুযায়ী ২৫ এপ্রিল জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ২৮ এপ্রিল পর্যন্ত তিনি জাপানে অবস্থান করবেন। সেখান থেকে সরাসরি যাবেন যুক্তরাষ্ট্রে।

৪ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর যাবেন যুক্তরাজ্যে। দেশটিতে নানা কর্মসূচি শেষে ৮ মে দেশের উদ্দেশে রওনা করবেন বঙ্গবন্ধুকন্যা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ কাতার সফর করেন। গত ৪ মার্চ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) ৫ম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতার যান তিনি। চার দিনের সফর শেষে ৮ মার্চ দেশে ফেরেন সরকারপ্রধান।

এর আগে গত বছরের নভেম্বরে জাপান সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। চূড়ান্ত প্রস্তুতি থাকার পরও হঠাৎ করে সে সফর স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে সে দেশে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়া এবং দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কথা বলা হয়।

Nagad