আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
রাজধানীতে তাপমাত্রা কমলেও স্বস্তি মিলছে না
আজ বুধবার সকালে রাজধানী ঢাকার আকাশে দেখা গেছে মেঘের আনাগোনা। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মেঘ অনেকটাই কেটে উঠেছে রোদ। দিন যত গড়াচ্ছে, তাপমাত্রা বাড়ছে। তবে ঢাকার তাপমাত্রা একটু করে কমছে। তিন দিন ধরেই এ প্রবণতা দেখা যাচ্ছে। তাপমাত্রা সামান্য কমলেও কমছে না গরম। আজ সকাল সাতটায় আবহাওয়া অধিদপ্তর ঢাকা ও এর আশপাশের এলাকার আগামী ছয় ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরেছে। সেখানে দেখা যাচ্ছে, সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার এ সময় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।চলতি এপ্রিল মাসের শুরু থেকে দেশজুড়ে প্রচণ্ড গরম পড়েছে। এখন দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। কোথাও আছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমছে একটু করে।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৪২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি তাপমাত্রা কমেছে সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। এখানকার জেলাগুলোয় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। সূত্র: প্রথম আলো


নির্বাচনের বার্তা নিয়ে বাড়ি যাচ্ছেন এমপিরা
জাতীয় সংসদ নির্বাচন সামনে। সরকারি দল আওয়ামী লীগের সব কর্মকাণ্ড চলছে নির্বাচন ঘিরে। বিএনপির আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে। দুই পক্ষই ঈদের সময়কে কাজে লাগিয়ে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে চায়। ফলে নির্বাচনের বার্তা নিয়ে এলাকায় যাচ্ছে আওয়ামী লীগ এবং আন্দোলনের বার্তা নিয়ে যাচ্ছেন বিএনপির নেতারাআগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে রাখতে এবার নিজ এলাকায় ঈদ করতে যাচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বেশির ভাগ নেতা, মন্ত্রী ও সংসদ সদস্য। তাঁরা ঈদ উপলক্ষে দলের নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার চেষ্টা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহারও বিতরণ করবেন তাঁরা। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা কালের কণ্ঠকে জানান, ঈদের এই সময়ে দলের গুরুত্বপূর্ণ নেতারা নিজ নির্বাচনী এলাকায় থেকে নেতাকর্মীদের উজ্জীবিত করার কাজ করবেন। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে মানুষকে সচেতন করবেন।
আওয়ামী লীগের একাধিক সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে, দলের কেন্দ্রীয় নেতাদের বেশির ভাগই ঈদ উপলক্ষে নিজ এলাকায় যোগাযোগ বাড়িয়েছেন। সবচেয়ে বেশি এলাকামুখী হয়েছেন আগামী নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় নেতারা। সূত্র: কালের কণ্ঠ
অগ্নিকাণ্ডের বড় কারণ নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম
বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে জলীয় বাষ্প কমলে পরিবেশ এমনিতেই তপ্ত থাকে
শুষ্ক মৌসুমে এমনিতেই দেশে অগ্নিকাণ্ডের প্রবণতা বেশি। এর মধ্যে চলছে তীব্র তাপপ্রবাহ। এ কারণে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অগ্নিকাণ্ডের বড় কারণ– নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার। এখন বিপণিবিতানগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। বৈদ্যুতিক সরঞ্জাম এত চাপ নিতে না পারায় ঘটছে বিপর্যয়। এ ছাড়া বেশিরভাগ স্থানে নেই অগ্নিনিরাপত্তামূলক ব্যবস্থা। অগ্নিদুর্ঘটনা থেকে বাঁচতে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম স্থাপনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কিছু দিন ধরে ঢাকাসহ সারাদেশে একের পর এক অগ্নিকাণ্ড ঘটেই চলেছে। সোমবার ঢাকায় পাঁচটিসহ সারাদেশে অন্তত ২৩টি আগুনের ঘটনা ঘটে। এর আগে গত শনিবার ঢাকার নিউ সুপারমার্কেটে আগুন লাগে। এতে আড়াইশর বেশি দোকান পুড়ে যায়। এর আগে বৃহস্পতিবার রাতে নবাবপুরে টিনশেড গুদামে আগুন লাগে। ৪ এপ্রিল ভোরে গুলিস্তানের বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পাঁচ মার্কেটের প্রায় পাঁচ হাজার দোকান ভস্মীভূত হয়। ক্ষতি হয় দেড় হাজার কোটি টাকার। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান (অব.) সমকালকে বলেন, আমাদের বাসা-অফিস-ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত বৈদ্যুতিক তারসহ অন্যান্য সরঞ্জাম বেশিরভাগ ক্ষেত্রে নিম্নমানের হয়। সূত্র: সমকাল
হাসপাতাল-ফার্মেসিতে সংরক্ষণ ব্যবস্থা অপ্রতুল
তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে ওষুধ বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
তীব্র তাপদাহ চলছে সারা দেশে। জীবন রক্ষাকারী ও জরুরি ওষুধের ওপরেও দেখা যাচ্ছে এর মারাত্মক প্রভাব। স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণযোগ্য ওষুধও গরমে নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভোক্তা ও বিক্রেতারা। ওষুধ প্রযুক্তি বিশেষজ্ঞরাও বিষয়টিকে দেখছেন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি হিসেবে।তারা বলছেন, ওষুধ একটি সংবেদনশীল পণ্য। তাপমাত্রার কিছুটা হেরফের হলেই কার্যকারিতা নষ্ট হয়ে যায়। দেশের বাজারে প্রচলিত ওষুধের প্রায় ৯০ শতাংশই ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণযোগ্য। এসব ওষুধ ঠাণ্ডা ও শুকনো স্থানে আলোর আড়ালে রাখতে হয়। গরমের সময় দেশের স্বাভাবিক তাপমাত্রা ২৮ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও এখন তা ৪০ ডিগ্রিও অতিক্রম করছে। সূত্র: বণিক বার্তা।
ঋণ নিয়ে দেশত্যাগ: যেভাবে ঋণ পরিশোধ করা এড়িয়ে যাচ্ছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা
বড় সংখ্যক ঋণ খেলাপির দেশত্যাগ করে বিদেশে বসবাসের ঘটনায় সংকটের মধ্যে পড়েছে চট্টগ্রামের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ঋণদাতা ব্যাংকগুলো, শিল্পের অভ্যন্তরীণ, আইনজীবী ও আদালতের কর্মকর্তাদের মতে, গত এক দশকে প্রায় ২০ হাজার কোটি ঋণ নিয়ে দেশ ত্যাগ করেছেন চট্টগ্রামের ২২ ব্যবসা প্রতিষ্ঠানের ৩৩ কর্ণধার। এসব ব্যবসায়ীর মধ্যে ১১ জন রয়েছেন কানাডায়। ৬ জন লন্ডনে, ৪ জন যুক্তরাষ্ট্রে, ৩ জন মালেশিয়ায়, ৩ তিনজন সংযুক্ত আরব আমিরাতে, ২ জন তুরস্কে এবং ১ জন করে অস্ট্রেলিয়া, মন্টেনিগ্রো ও সিঙ্গাপুরে অবস্থান করছেন। ৩৩তম ব্যক্তি কোথায় রয়েছেন তা জানা যায়নি।এদের সবার বিরুদ্ধে আর্থিক ও চেক প্রত্যাখ্যান আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। ২৬ জনের বিরুদ্ধে রয়েছে দেশত্যাগের নিষেধাজ্ঞা। তবে নিষেধাজ্ঞার আগেই ১৩ জন এবং নিষেধাজ্ঞার পর অন্য ১৩ জন দেশত্যাগ করেন।
তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, এদের কেউ কেউ বিদেশে পাঁচ তারকা হোটেল, মানি এক্সচেঞ্জ, আবাসন, সুপার শপ ও পেট্রল পাম্পের মতো বিভিন্ন ব্যবসা পরিচালনা করছেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ফাস্ট ট্র্যাক টোল পদ্ধতি চালু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ফাস্ট ট্র্যাক লেন সুবিধা চালু হয়েছে। টোল প্লাজার একটি করে লেনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিচ্ছে যানবাহন। এর ফলে গাড়িগুলোকে টোল প্লাজায় আটকে থাকতে হচ্ছে না। মোবাইল ব্যাংকিং সেবা ‘উপায়’ অ্যাপের মাধ্যমে ১০ শতাংশ ছাড়ে এই সুবিধা নিয়ে দ্রুত টোল প্লাজা অতিক্রম করা যাচ্ছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
মঙ্গলবার সন্ধ্যা থেকে এই মহাসড়কের ধলেশ্বরী সেতু এবং ভাঙ্গা টোল প্লাজার একটি করে লেনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিচ্ছে যানবাহন। ‘উপায়’র মাধ্যমে এই টোল কেটে রাখা হচ্ছে। বিআরটিএ থেকে নিবন্ধিত সব যানবাহনের তথ্য ফাস্ট ট্র্যাকের সিস্টেমে রাখা আছে। ফাস্ট ট্র্যাকের জন্য নির্ধারিত লেনে সেন্সর বসানো আছে। একটা গাড়ি যখন যাবে তখন সেন্সর গাড়ির ডিজিটাল নম্বর প্লেট অনুযায়ী সেটি কী ধরনের যানবাহন, তা শনাক্ত করবে। সে অনুযায়ী নির্ধারিত টোলের টাকা স্বয়ংক্রিয় পদ্ধতিতে কেটে নেবে বলে জানিয়েছে সওজ। সূত্র: দৈনিক বাংলা।
তালিকা হচ্ছে কমিটি বাণিজ্যে জড়িতদের
কেন্দ্র থেকে তৃণমূল, সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ অভিযোগ সবখানেই
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে কমিটি বাণিজ্যে যারা গডফাদার তাদের তালিকা হচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগের কিছু নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় তৎপর হয়ে উঠেছে রাষ্ট্রীয় সংস্থা। সংস্থাগুলো তালিকা করে দলের সর্বোচ্চ মহলে পাঠাচ্ছে। ফলে কপাল পুড়তে পারে কমিটি ও মনোনয়ন বাণিজ্যে জড়িত কিছু নেতানেত্রীর। জেলা-উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন এবং সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের কমিটি গঠনে ‘অনুপ্রবেশ’ ঠেকাতেই এ উদ্যোগ। কয়েকটি সংস্থাসূত্র জানান, বিশেষ সুবিধা নিয়ে গত ১৪ বছরে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, যুবলীগ-ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ, জাতীয় শ্রমিক লীগে জামায়াত-শিবির ও বিএনপি এবং ফ্রীডম পার্টির লোকেরা জায়গা করে নিয়েছেন। এর সঙ্গে সংগঠনের কিছু প্রভাবশালী নেতা, সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা জড়িত। তাদের হাত ধরে রাতারাতি জামায়াত-শিবির ও ফ্রীডম পার্টির লোকেরাও আওয়ামী লীগ বনে যাচ্ছেন। আওয়ামী লীগের তকমা গায়ে লাগিয়ে করে বেড়াচ্ছেন নানা ধরনের অপকর্ম। সূত্র জানান, কেন্দ্রের এক প্রবীণ নেতা সম্প্রতি একটি জেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদক বানানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ২৫ লাখ টাকা উৎকোচ গ্রহণ করেন। পরে সেই নেতাকে সাংগঠনিক সম্পাদক না বানিয়ে জেলার সদস্য করেছেন। সূত্র: বিডি প্রতিদিন।
সরকারি অফিস ছুটি : ঈদযাত্রা শুরু
তীব্র গরমেও নাড়ির টানে ছুটছে মানুষ
ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিমি. যানজট * বিকালের পর থেকে বাস, লঞ্চ ও ট্রেনে ভিড় * ছয়টি ট্রেন নির্ধারিত সময়ের পর ছেড়েছে
সরকারি অফিস-আদালতে আজ থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। মঙ্গলবার ছিল শেষ কর্মদিবস। অফিস ছুটি হতে না হতেই বাড়ির উদ্দেশে রওয়ানা করতে দেখা গেছে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীকেও। রাজধানীর বাস, লঞ্চ ও রেলস্টেশনগুলোয় দুপুর পর্যন্ত যাত্রীচাপ ছিল না বললেই চলে। তবে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব টার্মিনালে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। এদিন সড়ক-মহাসড়কে মঙ্গলবার তেমন একটা যানজট ছিল না। তবে ঢাকার ভেতরেই যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট ছিল। তীব্র গরম ও যানজটে যেন হাঁসফাঁস অবস্থা তাদের। এমন অবস্থার মধ্যেও নাড়ির টানে গ্রামে ছুটে যাচ্ছেন নগরবাসী।
রাজধানীর কমলাপুর থেকে বেশির ভাগ ট্রেন সময়মতো ছেড়ে গেছে। তবে ছয়টি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট থেকে দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছে। অপরদিকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫৫টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। আরও ২৫টি লঞ্চ ছাড়ার অপেক্ষমাণ অবস্থায় ছিল। সরেজমিন ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।পরিবহণসংশ্লিষ্টরা জানান, সামনে এসএসসি পরীক্ষা এবং তীব্র গরমসহ নানা কারণে এবার ঈদযাত্রায় যাত্রী অন্যান্য বছরের চেয়ে কম হবে বলে মনে হচ্ছে। এছাড়া সরকারি ছুটি দীর্ঘ হওয়ায় একই সঙ্গে যাত্রীচাপ পড়ার আশঙ্কা কম। তবে বিষয়টি অনেক গার্মেন্ট ছুটির ওপর নির্ভর করছে। একই দিন অনেক গার্মেন্ট ছুটি হলে পরিবহণের ওপর যাত্রীচাপ বেড়ে যাবে। তখন শৃঙ্খলা ধরে রাখাও কঠিন হবে। সূত্র: যুগান্তর।
বাংলাদেশে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান চালানোর আইনগত ভিত্তি কী?
বাংলাদেশে সম্প্রতি বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে একটি শিক্ষা বিষয়ক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে নানা ধরণের অভিযোগ ও বিতর্ক দেখা দিয়েছে। এই বিতর্কের পক্ষে একদল অভিযোগ তুলেছে যে, বিদ্যানন্দের কার্যক্রমে অস্বচ্ছতা এবং অনিয়ম রয়েছে। অন্য দল বলছে, এই প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমন প্রচারণা চালানো হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বিরুদ্ধে এক ব্যক্তিকে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমে সুবিধাভোগী হিসেবে উপস্থাপন এবং বঙ্গবাজারের আগুনে পোড়া কাপড়ের গয়না তৈরি নিয়ে অভিযোগ ও সমালোচনা হয়।তবে প্রতিষ্ঠানটি বরাবরই এ ধরণের অভিযোগ অস্বীকার করেছে।বাংলাদেশে স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে নিবন্ধন থাকাটা বাধ্যতামূলক। স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা সম্পর্কিত বেশ কিছু আইনও রয়েছে।একই সাথে এসব প্রতিষ্ঠান গঠন, পরিচালনা এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। কোন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এখতিয়ারও এসব প্রতিষ্ঠানের রয়েছে। সূত্র: বিবিসি বাংলা।
টাঙ্গাইলে রেললাইনে মা-মেয়েসহ ৪ নারীর মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইনে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক নারী। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সল্লা কামাক্ষা মোড় সংলগ্ন ১৬ নম্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান। হতাহতরা সবাই ভূঁঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন, অনতী চন্দ্র দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), হরিপদের স্ত্রী শান্তি (৪৫), তার মেয়ে শিল্পী (২৫) ও গোপালের স্ত্রী বাসন্তী (৬০)। আহত হয়েছেন জোসনা রানী দাস। টাঙ্গাইলে রেললাইনে মা-মেয়েসহ ৪ নারীর মৃত্যু-স্থানীয়দের বরাতে এসআই নাজমুল জানান, যাকাতের কাপড় নেওয়ার উদ্দেশ্যে ওই নারীরা বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন।তারা কালিহাতী উপজেলার সল্লা কামাক্ষা মোড় পর্যন্ত পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। সূত্র: বিডি নিউজ