আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩

সাগরে ভাসছিল হাজারো কোটি টাকার কোকেন

ইতালিতে সাগরে ভাসমান অবস্থায় প্রায় দুই টন কোকেন পাওয়া গেছে। এই কোকেনের বাজারমূল্য ৪০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ৪ হাজার ৬৫৯ কোটি টাকার বেশি।
ইতালির পূর্ব সিসিলির সমুদ্রে ভাসতে থাকা মূল্যবান ও ভয়ংকর এ মাদক গত সোমবার জব্দ করে দেশটির শুল্ক ও কাস্টমস পুলিশ। একে তারা এক অভিযানে রেকর্ড পরিমাণ কোকেন জব্দের ঘটনা বলছে। ইতালির আর্থিক অপরাধ ও চোরাচালানবিরোধী সংস্থা এক বিবৃতিতে বলেছে, প্রায় ৭০টি পানি প্রতিরোধী প্যাকেটে এই কোকেন সংরক্ষণ করা হয়েছিল। প্যাকেটগুলো সতর্কতার সঙ্গে আবদ্ধ (সিল) করা হয়েছিল। জেলেদের মাছ ধরার জাল দিয়ে সব কটি প্যাকেট একত্রে রাখা হয়েছিল। এর সঙ্গে আলো বিকিরণকারী একটি সংকেত ডিভাইস ছিল।বিবৃতিতে আরও বলা হয়, বিচিত্র প্যাকেজিং পদ্ধতি ও ট্র্যাকিংয়ের জন্য আলো বিকিরণকারী ডিভাইসের উপস্থিতির মতো আলামত দেখে মনে হয়, এই কোকেন কোনো পণ্যবাহী জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, যাতে পরে তা উদ্ধার করা যায়। সূত্র: প্রথম আলো

বৈঠক শেষে নেতাদের হুঁশিয়ারি
রাশিয়াকে সাহায্য করলে চড়া মূল্য দিতে হবে

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করলে চড়া মূল্য দিতে হবে বলে গতকাল মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন জি৭ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এরই মধ্যেই ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল ইউক্রেনের দখলকৃত খেরসন ও লুহানস্ক সফর করেছেন। জাপানের কারুইজাওয়া শহরে তিন দিন ধরে বৈঠক করেন বিশ্বের সাতটি শিল্পোন্নত দেশ গঠিত ‘জি৭’ জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, ইতালি ও কানাডা।বৈঠক শেষে গতকাল জি৭ নেতারা মস্কোর ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। তবে রাশিয়ার ওপর তীব্র নিষেধাজ্ঞা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি রাশিয়াকে অস্ত্র ও অন্যান্য সহযোগিতা করা থেকে বিরত থাকতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যুদ্ধে রাশিয়াকে সাহায্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তাঁরা। সূত্র: কালের কণ্ঠ

স্মৃতিকথামূলক বই প্রকাশের ঘোষণা মালালার
নোবেলজয়ী পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের আরেকটি বই প্রকাশ হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দিয়ে মালালা বলেছেন, তিনি যে বইটি প্রকাশের কাজ করছেন, সেটি স্মৃতিকথামূলক। একই সঙ্গে জানিয়েছেন, বইটি হবে তাঁর ‘একেবারে ব্যক্তিজীবন’ নিয়ে। সোমবার বই প্রকাশের ঘোষণা দিয়ে মালালা বলেছেন, ‘খুবই আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, আমার পরবর্তী বই নিয়ে কাজ করছি আমি। গত কয়েক বছরে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে আমার জীবন। এর মধ্যে স্বাধীনতা যেমন ছিল, তেমনি ছিল সঙ্গী খোঁজার বিষয়টি। সবচেয়ে বড় বিষয়, নিজেকে খুঁজে পাওয়া।’ খবর জিও নিউজের-২০১৩ সালে তরুণ এই অধিকারকর্মী ‘আই অ্যাম মালালা’ নামে প্রথম বই প্রকাশ করেন। বইটি আন্তর্জাতিকভাবে ‘বেস্ট সেলারের’ স্বীকৃতি পেয়েছিল। বইটি প্রকাশ হয়েছিল মালালার ১৬তম জন্মদিনের পরই। মালালা বলেছেন, আগামী অক্টোবরে তাঁর প্রথম স্মৃতিকথা ‘আই অ্যাম মালালা’ প্রকাশের দশক পূর্তি হবে। সূত্র: সমকাল

নির্বাচনী প্রচারণায় প্রায় দেড় কোটি ডলার সংগ্রহ ট্রাম্পের

Nagad

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছরের শুরুতেই বেশ চমক দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনী প্রচারণার মাধ্যমে চলতি বছরের প্রথম তিন মাসে প্রায় দেড় কোটি (১ কোটি ৪৫ লাখ) ডলার তহবিল সংগ্রহ করেছেন ট্রাম্প।মার্কিন নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে অবশ্য ট্রাম্পের রাজনৈতিক তহবিল সংগ্রহের সব তথ্য অন্তর্ভুক্ত নেই অথবা অনলাইন দাতাদের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি। —রয়টার্স – সূত্র: বণিক বার্তা।

মূল্যহীন ডিগ্রী ভারতে চাকরিতে নিয়োগ অযোগ্য এক প্রজন্ম তৈরি করছে…

জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম চীনকেও ছাড়িয়ে গেছে ভারত। নতুন প্রজন্মের হাত ধরেই এ জনস্ফীতি। তাই বাড়ছে শিক্ষারও চাহিদা, যা পূরণে রাতারাতি নিত্যনতুন কলেজ গড়ে উঠছে দেশটিতে। এককথায়, শিক্ষা শিল্পের রমরমা এক অবস্থা। ভারতে শিক্ষা ব্যবসা ১১৭ কোটি ডলারের বিপুল এক বাজার। তারপরও বিপুল সংখ্যক ভারতীয় তরুণ ন্যূনতম অথবা কোনোপ্রকার দক্ষতা অর্জন না করেই স্নাতক পাস করছেন। ফলে কাঙ্ক্ষিতভাবে অর্থনীতিতে যুক্ত হতে পারছেন না তারা। ভারতীয় অর্থনীতি যখন বিকাশের মোড় পরিবর্তনকারী এক মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক তার মধ্যেই এই ঘটনা তরুণদের অংশগ্রহণকে ব্যাহত করছে। চাকরির বাজারে প্রতিযোগিতা তুঙ্গে, এই অবস্থায় অন্যদের থেকে এগিয়ে থাকার চেষ্টা তরুণ প্রজন্মের মধ্যে আছে। এতে প্রাণাতিপাত করতেও তাদের দ্বিধা নেই। কেউ কেউ তো চাকরি পেতে সুবিধে হবে ভেবে একইসাথে দুই-তিনটি ডিগ্রী নিচ্ছেন। ছোট ছোট অ্যাপার্টমেন্ট ভবন, বা মার্কেটের ভেতরে কয়েকটি দোকান নিয়ে গড়ে ওঠা নানান ভুঁইফোড় কলেজের প্রতি আকৃষ্ট হচ্ছেন এসব শিক্ষার্থীরা। নতুন ছাত্র আকৃষ্ট করতে পথেঘাটের বিলবোর্ডে তথাকথিত বিদ্যা নিকেতনগুলোর বাহারি বিজ্ঞাপনের ছড়াছড়ি। বিজ্ঞাপনে তারা দাবি করছে, তাদের ডিগ্রী নিলে চাকরিও প্রায় নিশ্চিত। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ভুল বাড়ির কলবেলে চাপ দেয়ায় কিশোরকে গুলি

যুক্তরাষ্ট্রের মিজৌরিতে ভুল বাড়ির কলবেল টেপায় রাল্ফ ইয়ার্ল নামের এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করেছে শ্বেতাঙ্গ বাড়িওয়ালা। তবে কিশোরটি প্রাণে বেঁচে গেছে।
অ্যান্ড্রু ল্যাস্টার (৮৪) নামের ওই বাড়িওয়ালার বিরুদ্ধে গুরুতর অপরাধের দুটি অভিযোগ আনা হয়েছে। খবর রয়টার্সে।ক্লে কাউন্টির প্রসিকিউটর গত সোমবার এ কথা জানান। প্রসিকিউটর জানান, ১৬ বছর বয়সী কিশোর রাল্ফ ইয়ার্ল গত বৃহস্পতিবার তার ছোট দুই যমজ ভাইকে তাদের বন্ধুর বাড়ি থেকে আনতে গিয়েছিল। তবে ভুল করে সে অ্যান্ড্রুর বাড়িতে চলে যায়। সেখানে কলবেলে চাপ দিলে অ্যান্ড্রু তাকে গুলি করে। হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে রয়েছে রাল্ফ। সূত্র: দৈনিক বাংলা।

অধিকৃত ইউক্রেনের দুই অঞ্চল সফরে পুতিন

সোয়া বছর হতে চলল ইউক্রেন-রাশিয়া যুদ্ধের। এ সময় হামলায় ইউক্রেনকে ব্যতিব্যস্ত করে রেখেছে রাশিয়া। ইউক্রেনের অনেক অঞ্চল এ সময়ে রাশিয়ার দখলে চলে গেছে। এবার দখল করা অঞ্চলের খেরসন ও লুহানস্ক সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমিরি পুতিন। গতকাল এই সফরের কথা জানিয়েছে ক্রেমলিন। ঠিক কবে পুতিন ইউক্রেনে গিয়েছিলেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে এই সফরের কথা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দায় সরব হয়েছে ইউক্রেন। রুশ সেনার অধীনে থাকা খেরসন ও লুহানস্ক এলাকা দুটি ঘুরে দেখেন রুশ প্রেসিডেন্ট। সেখানে দায়িত্বে থাকা রুশ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকও সারেন। ক্রেমলিনের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পুতিন বলছেন, ‘আমি চাই আপনারা নিজের কাজ চালিয়ে যান।’ পুতিনের এই সফরের কথা প্রকাশ হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরামর্শদাতা মাইখালো পোডোলাইক বলেছেন, ‘গণহত্যার নায়ক তাঁর শাগরেদদের কাজকর্ম দেখতে ইউক্রেনে এসেছিলেন। হত্যালীলা দেখে তিনি নিশ্চয়ই খুশি হয়েছেন। তবে এটাই ইউক্রেনের মাটিতে পুতিনের শেষ সফর, সেটা আমরা নিশ্চিত করব।’ কেন আচমকা ইউক্রেন সফরে গেলেন পুতিন? ক্রেমলিনের প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, সেনাকর্তাদের সঙ্গে কথা বলছেন রুশ প্রেসিডেন্ট। সূত্র: বিডি প্রতিদিন।

হঠাৎ খেরসন সফরে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গেলেন। তিনি ইউক্রেনের দখলকৃত এলাকা খেরসনে গিয়েছিলেন বলে জানিয়েছে ক্রেমলিন। তবে কখন এবং কবে তিনি গিয়েছিলেন তা ক্রেমলিন সুনির্দিষ্টভাবে জানায়নি। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, পুতিন দক্ষিণ খেরসন অঞ্চলে একটি সামরিক কমান্ডের বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকে তিনি সেনাবাহিনী ও বিমানবাহিনীর কমান্ডারদের কাছে থেকে জাপোরিঝিয়া ও দিনিপার অঞ্চলের বর্তমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত শুনেছেন। তবে কবে এই বৈঠক হয়েছে সেটিও জানায়নি ক্রেমলিন। এ ছাড়া রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলে ন্যাশনাল গার্ডের সদর দপ্তরও পরিদর্শন করেছেন বলে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের এই সফরের একটি ভিডিও প্রকাশ করেছে ক্রেমলিন। ভিডিওতে পুতিনকে হেলিকপ্টারে করে লুহানস্কে যেতে দেখা গেছে। এর আগে রোববার চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন পুতিন। গত বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের দখলে নেয় রুশ বাহিনী। এর মধ্যে খেরসন ও জাপোরিঝিয়া রয়েছে। তবে কোনো অঞ্চলই পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি রাশিয়া। পুতিনের বাহিনীর এই দখলীকরণকে ‘অবৈধ’ বলে নিন্দা করেছে ইউক্রেন ও তার মিত্র দেশগুলো। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পরপরই খেরসন দখল করেছিল রুশ বাহিনী। তবে নভেম্বরে ইউক্রেন বাহিনীর পালটা আক্রমণের মুখে তারা খেরসন থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। এখন রুশ সেনারা দিনিপার নদীর অন্য পাড়ে তাদের অবস্থান শক্তিশালী করেছে। এর আগে ১৮ মার্চ অধিকৃত ইউক্রেনের মারিউপোল অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। ওই সময় হেলিকপ্টারে মারিউপোলে ঢোকেন তিনি। এরপর গাড়িতে করে শহরটির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এ ছাড়া সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন। ওই সময়ও তিনি অনেকটা গোপনে মারিউপোল সফর করেছিলেন। সূত্র: যুগান্তর

অস্তিত্ব রক্ষার জন্য লড়ছে নির্বাসিত আফগান নারী ক্রিকেট দল

তালেবান যেদিন আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করে সেদিন, অর্থাৎ ২০২১ সালের ১৫ই অগাস্টে, আফগান নারী ক্রিকেট দলের অলরাউন্ডার নাহিদা সাপান ছিলেন কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ে। “আমার শিক্ষক বললেন তোমাদের সবাইকে এখন বাড়ি যেতে হবে। আমরা সবাই উঠে দাঁড়ালাম এবং আমি তালেবানদের ফিরে আসতে দেখলাম। আমি সত্যি সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম,” বিবিসিকে তিনি বলেন।বাড়িতে ফিরে সাপান তার ক্রিকেট ব্যাটসহ আরো যেসব খেলার সামগ্রী আছে সেগুলোর বাড়ির বেজমেন্টে লুকিয়ে ফেললেন। এছাড়াও তিনি বাড়ির পেছনের উঠোনে গিয়ে তার সংগ্রহে যতো স্কোর-বুক ছিল সেগুলো পুড়িয়ে ফেললেন।‘আমরা তোমাকে বাঁচতে দেবো না’-কুড়ি বছর বয়সী সাপানের এক ভাই আগের আফগান সরকারে কাজ করতেন। সাপান জানালেন, তার পরিবার এর পর তালেবানের কাছ থেকে ফোন কল ও মেসেজ পেতে শুরু করলো।“তারা সরাসরি হুমকি দিতো। তারা বলতো: “আমরা তোমাকে খুঁজে বের করবো এবং যখন খুঁজে পাবো, আমরা তোমাকে বাঁচতে দেবো না। আমরা যদি তোমাদের একজনকে খুঁজে বের করতে পারি, তাহলে আমরা তোমাদের সবাইকে খুঁজে বের করতে পারবো,” বলেন তিনি। সূত্র: বিবিসি বাংলা।

নিউ ইয়র্কে পার্কিং স্থাপনা ধসে পড়ে নিহত ১, আহত ৫

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহ্যাটনে চারতলা একটি পার্কিং স্থাপনা ধসে পড়ে অন্তত একজন শ্রমিক নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও পিস বিশ্ববিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটেছে। হতাহতরা স্থাপনাটির ভেতরে ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভেঙে পড়া কাঠামোটি অস্থিতিশীল হওয়ায় দমকল কর্মীদের সরিয়ে এনে ভেতরে হতাহত আর কেউ আছে কিনা তা নিশ্চিত হতে রবোটিক ডিভাইস ব্যবহার করেন জরুরি বিভাগের কর্মীরা।
কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বিশ্বাস ভেতরে থাকা সবাইকে সরিয়ে আনা হয়েছে। কোনো নাশকতার কারণে এ ঘটনা ঘটেছে বলে সন্দেহ করছেন না তারা। নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার কিচ্যান্ট সিউয়েল সাংবাদিকদের বলেছেন, “এটি কাঠামোগত ধসের বাইরে অন্য কিছু, এমনটি বিশ্বাস করার কোনো কারণ নেই।” সূত্র: বিডি নিউজ