ভালুকায় ট্রাক চাপায় মিল শ্রমিক নিহত
ময়মনসিংহের ভালুকায় মাটি বোঝাই ড্রাম ট্রাকের চাপায় আমানউল্লাহ (২৮) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে উপজেলার মাস্টারবাড়ি কাশর রোডে আরিফ টেক্সটাইল মিলের চার নম্বর গেইটের সামনে। নিহত আমান উল্লাহ উপজেলার চান্দব গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার মাস্টারবাড়ি আরিফ টেক্সটাইল মিলের কর্মরত শ্রমিক আমানউল্লাহ সাহরির জন্য ফ্যাক্টরী থেকে বাহির হচ্ছিলেন। এ সময় মাটি বোঝাই ডামট্রাক (নম্বর-ঢাকা মেট্রো-ট-২৪-৭৪৩০) তাকে পিষ্ট করে এবং প্রায় ৩০০ মিটার হেছড়ে নিয়ে যায়। এতে তার সারা শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ট্রামের ডাইভার, হেলপারসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।
ভালুকার মডেল থানার ওসি কামাল হোসেন জানান, নিহতের ঘটনায় মামলা না করায় এবং স্বজনদের আবেদনে ময়না তদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।