পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবেই দেখতে হবে উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শুরুতে আমরা তীব্র সংকটের মুখে পড়ি। এমতাবস্থায় আমরা কয়েক মাস মোটরসাইকেল চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছি এবং সময়ের পরিবর্তনে আমার মনে হয় চালকরা যারা মোটরসাইকেলে যেতে-আসতে আগ্রহী, তারা শৃঙ্খলাবোধ, দায়িত্বশীল হয়ে চলবে বলে আমাদের বিশ্বাস।’
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে পদ্মা সেতুর টোলপ্লাজা পরিদর্শনে এসে সাংবাদিকদের উদ্দেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, ‘একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে সিদ্ধান্ত দিলেন যে ঈদ উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করবে। মোটরসাইকেল চালকদের জন্য এটাই প্রধানমন্ত্রীর ঈদ উপহার।’
তিনি বলেন, ‘কিছু নিয়ম কানুন আছে। যেমন- ৬০ কিলোমিটার বেগে মোটরসাইকেল চালাতে হবে, সেতুর উপরে গাড়ি থামিয়ে ছবি তোলা যাবে না এবং কোনো অবস্থাতেই লেন পরিবর্তন করা যাবে না।’
মন্ত্রী বলেন, ‘আশাকরি যারা সেতুতে মোটরসাইকেলে আসা যাওয়া করবেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কারণ পদ্মা সেতু জাতির সম্পদ। এই সম্পদ সুশৃঙ্খলভাবে ব্যবহার করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। যদি পদ্মা সেতুতে চলাচলে কোনো যানবাহনের অচলাবস্থা হয় তাহলে পদ্মা সেতুতে আবারও মটরসাইকেল চলাচল নিষিদ্ধ হয়ে যেতে পারে।’
তিনি বলেন, ‘যে অন্যায় করবে, নিয়ম মানবে না তার ব্যপারে ব্যবস্থা নেওয়া হবে। তবে সকাল থেকে চালকরা নিয়ম মেনে চলছে। আমি প্রধানমন্ত্রীকে ভিডিওসহ মোটরসাইকেল চলাচলের শৃঙ্খলা পাঠিয়েছি। আমি আশাকরি এই ধারা অব্যাহত থাকবে।’
এসময় উপস্থিত ছিলেন- সেতু সচিব মো. মনজুর হোসেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন প্রমুখ।