মুক্তির আগেই ‘লালাবাই’ প্রদর্শনী
মুক্তির আগেই আলোচনায় বাংলাদেশি নির্মাতা ইমামুল বাকের অ্যাপোলো পরিচালিত শর্টফিল্ম ‘লালাবাই’ (LULLABY)। এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে দারুণ একটি খবর এলো।
বাংলাদেশি তরুণ নির্মাতার এই চলচ্চিত্রটির প্রথম স্ক্রিনিং হয়েছে ভারতের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। গত মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ১৮ মিনিটের এই সাইক্লোজিক্যাল শর্টফিল্মটি দেখানো হয়েছে।
নির্মাতা ইমামুল বাকের অ্যাপোলো বর্তমানে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়ালেখা করছেন। ইনস্টিটিউটের প্রযোজনায় তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন দেবশ্রী চক্রবর্তী, অঞ্জন রয় চৌধুরী এবং প্রসেনজিৎ ঘোষ।
এতে একটি গান কম্পোজ করেছেন বিখ্যাত সংগীত পরিচালক ও গায়ক সাত্যকি ব্যানার্জি। সুর করেছেন পরিচালক নিজেই। গানের কথা লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক হাবিব জাকারিয়া উল্লাস।
নির্ঘুম রাত কাটানো এক মানসিক রোগীর যন্ত্রণা ও তার অনুসন্ধিৎসু মননকে তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে। মিনাজেল নামে ওই ব্যক্তি মরিয়া হয়ে খুঁজতে শুরু করেন তার ঘুম হারানোর কারণ। চরিত্রটি জীবনের এক গভীর দর্শন প্রকাশ করে।
পরিচালক ইমামুল বাকের অ্যাপোলো বলেন, লালাবাই সিনেমাটি আমাদের ইন্টারগ্রেটেড ইয়ারের ফাইনাল প্রজেক্ট, অনেক অল্প সময়ে সিনেমাটি বানানো হয়েছে। তবু টিমের সবাই এত দারুণ একটা জার্নির মধ্য দিয়ে গেছি যে কখন এ সাইকোলজিক্যাল থ্রিলার তৈরি হয়ে গেছে তা বলে বোঝানো মুশকিল। নানা বাধার সম্মুখীন হয়েছি, সে বাধা সবাই মিলে পাড়ি দিয়েছি।
সারাদিন/২৭ এপ্রিল/এমবি