১৫ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই সম্ভাব্য তিনটি তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব হিসেবে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে নির্ধারিত দিনেই ফল প্রকাশ করা হবে।’

তিনি আরও জানান, পরীক্ষা শেষ হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের বিধান রয়েছে। সেই হিসাবে ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন, কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা জানিয়েছেন, ফল প্রকাশের জন্য সবধরনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। ফল প্রকাশের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর সকালেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

Nagad