রাজবাড়ীর বালিয়াকান্দিতে আইনগত সহায়তা দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ী প্রতিনিধি:
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩

‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হওয়া একটি র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা লিগ্যাল এইডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ(তদন্ত) প্রাণবন্ধু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কালাম আজাদ সভাপতির বক্তব্য বলেন, আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য কারণে যাঁরা বিচার পেতে অসমর্থ বা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন, তাঁদের জন্য বিচারের পথ সুগম করতেই আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ প্রণীত হয়। এটি বর্তমান সরকারেন একটি যুগান্তকারী ও জনবান্ধব আইন। ২০০৯ সালে জাতীয় আইনগত সহায়তার প্রধান কার্যালয় স্থাপিত হওয়ার ফলে আইনগত সহায়তা প্রদান আইনটি বাস্তবে রূপ লাভ করে এবং সরকারি আইনি সহায়তা কার্যক্রমটি গতি লাভ করে।

এ সময় তিনি আরো বলেন, নির্যাতনের শিকার নারী দারিদ্র্যের কারণে ও নিরাপত্তার অভাবে আইনের আশ্রয় নিতে পারেন না বা মামলা করতে পারেন না। অনেক সময় নির্যাতনের শিকার নারী অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আপস করে ফেলেন। সরকারি আইনগত সহায়তা কার্যক্রম নির্যাতনের শিকার নারীদের জন্য একটা বড় আশ্রয় বলেও তিনি মন্তব্য করেন।

Nagad