‘জনগণ, বিদেশিরা বোঝে সরকার ক্ষমতায় থাকতে সুষ্ঠু নির্বাচন দেবে না’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩

জনগণ বোঝে, বিদেশিরা বোঝে এ সরকার ক্ষমতায় থাকতে কোন দিনই সুষ্ঠু নির্বাচন দেবে না-বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এবার জনগণ জেগে উঠেছে। বিশ্বাস করি, এবার জনগণ দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করবে। দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।

শনিবার (২৯ এপ্রিল) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা ও দোয়া শেষে তিনি একথা বলেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নব-ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতারা শ্রদ্ধা ও ফাতেহাপাঠ অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আমরা খুব পরিষ্কার করে বলে দিয়েছি যে, সিটি করপোরেশন নির্বাচনের মেয়র এবং কাউন্সিল পদে কোনো প্রার্থী থাকবে না বিএনপির।

নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে ফখরুল বলেন, আওয়ামী লীগ তো নির্বাচনে বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করে না। এ সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে। তাদের পুরোনো লক্ষ বাকশালের ন্যায় শাসনব্যবস্থা প্রতিষ্ঠাতা করতে চায়।

Nagad

ফখরুল বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করে নেয়া হয়েছে। একটা দানবীয় সরকার, ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকার হরণ করে বেআইনিভাবে জোর করে ক্ষমতা দখল করে আছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।