মাহমুদউল্লাহকে নিয়ে হাথুরুর অবস্থান আগের মতোই

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩

ছবি- সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের পরপর দুটি সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি দলের ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদের। এ অবস্থায় সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তাকে বিশ্বকাপ দলে দেখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ঘরের মাঠে ও আসন্ন সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে ছিলেন না অভিজ্ঞ ব্যাটার।

এদিকে আফিফের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাই বলে দুজনকে এখনই বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন না হেড কোচ হাথুরু।

শনিবার (২৯ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পের শেষ দিনে মাহমুদউল্লাহ ও আফিফের ফেরার সম্ভাবনা নিয়ে হাথুরু নিজের মত দেন।

বাংলাদেশ দলের কোচ বলেন, “(আফিফ ও মাহমুদউল্লাহ) তাদের ব্যাপারে আমি আগে যা বলেছি সেটিই থাকবে। তারা সবাই মিক্সে (প্রাথমিক দলের ভাবনায়) আছে। বিশ্বকাপের আগে তারা সবাই-ই খেলার সুযোগ পাবে। আমরা ওই মাইন্ডসেটে কোনো পরিবর্তন করিনি।”

সারাদিন/২৯ এপ্রিল/এমবি 

Nagad