১৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

ছবি- মুস্তাঈন বিল্লাহ

রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে ওই সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দিয়েছে আবহাওয়ার সংস্থাটি।

রোববার (৩০ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীব্ন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাবে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কসংকেত (পুন.) এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান আবহাওয়াবিদ মো: আব্দুল হামিদ মিয়া।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো বান্দরবান ও খুলনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং রোববার (৩০ এপ্রিল) সর্বনিম্ন তাপমাত্রা নীলফামারীর ডিমলা উপজেলায় ২০ ডিগ্রি সেলসিয়াস।

সারাদিন/৩০ এপ্রিল/এমবি

Nagad