ইন্টারের কাছে দুই গোলে হারলো এসি মিলান

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মে ১১, ২০২৩

ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে দুই গোলে হেরেছে এসি মিলান। বুধবার (১০ মে) রাতে সান সিরোতে প্রথম লেগে এসি মিলানকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে ইন্টার মিলান। ম্যাচের ৮ মিনিটে প্রথম গোল করে তারা। বসনিয়ান স্ট্রাইকার এডেন জেকো দুর্দান্ত দক্ষতায় বল জালে পাঠিয়ে দেন। বাঁ-প্রান্ত থেকে তাকে এরিয়াল ক্রস বাড়ানো হয়, মিলানের ডিফেন্ডার তাকে চেপে ধরলেও পায়ের বাঁকানো শটে গোল করেন তিনি।

এর ৩ মিনিট পরে ব্যবধান ২-০ করেন আমেরিকান ফুটবলার হেনরিক মেখিতেরিয়ান। তিনি গতির সাথে বল মিলানের বক্সের মুখে টেনে নিয়ে জোরের ওপর শট নিয়ে মিলানের দর্শকদের উচ্ছ্বাস বন্ধ করে দেন। দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি এসি মিলান।

মিলানের হোম ম্যাচ ছিলো এটা। একই মাঠে ফিরতি লেগ আগামী মঙ্গলবার (১৬ মে)। ইস্তাম্বুলে ফাইনালের টিকিট পেতে হলে ইন্টারের সেই হোম ম্যাচে অবিশ্বাস্য কিছুই করতে হবে মিলানকে।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ম্যাচে প্রথম ১১ মিনিটের মধ্যে দুই গোলের লিড নেওয়া চতুর্থ দল ইন্টার। এর আগে ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জুভেন্টাস, ২০০৯ সালে আর্সেনালেরর বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ২০২২ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যানচেস্টার সিটি এই কীর্তি গড়েছিল।

সারাদিন/১১ মে/এমবি 

Nagad