অবশেষে ‘পাঠান’ বাংলাদেশে, দেখতে উন্মাদনা
আজ শুক্রবার (১১মে) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বিশ্বব্যাপী সাড়া ফেলা হিন্দি সিনেমা ‘পাঠান’। শাহরুখ খান অভিনীত এ ছবিটি সারাদেশের ৪১টি সিনেমা হলে চলবে এবং প্রতিদিন ২০৬ টির মত শো চলবে বলে জানান সিনেমাটির আমদানিকারক অনন্য মামুন।
ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা মুক্তির পর থেকেই বাংলাদেশে এটি মুক্তি নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ হতে থাকে। ‘পাঠান’ মুক্তি নিয়ে কয়েক মাস ধরে ব্যাপক জল্পনা-কল্পনা হয়েছে। দেশের গণমাধ্যমে বিভিন্নমুখি সংবাদ প্রচার করেছে।


সব জল্পনা-কল্পনার শেষে আজ (১২ মে) দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
জানা গেছে, দেশের সব মাল্টিপ্লেক্স ও মানসম্পন্ন কিছু সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট ৪১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। এসব প্রেক্ষাগৃহে প্রতিদিন ২০৬টি শোতে ‘পাঠান’ সিনেমা দেখানো হবে।
বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল, বাংলাদেশের সেন্সর বোর্ড ‘পাঠান’সিনেমার কিছু অংশ বাদ দেবে। তবে জানা গেছে, এটি বিনা কর্তনেই সার্টিফিকেট পেয়েছে। ফলে সিনেমার মূল দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৬ মিনিট ১৬ সেকেন্ডের পুরোটাই দেখতে পারবেন দেশের কিং খান ভক্তরা।
চলতি বছরের ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে। হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনোমর তালিকায় স্থান করে নিয়েছে ‘পাঠান’।
খোঁজ নিয়ে জানা গেছে, মাল্টিপ্লেক্সের পাশাপাশি রাজধানীর একক সিনেমা হলেও অগ্রিম টিকিট বিক্রি হয়েছে পাঠান দেখার জন্য। এদিকে রাজধানীতে অগ্রিম টিকিট বিক্রি হলেও দেশের অন্যান্য জেলোর চিত্র ভিন্ন ধরনের। যশোরের মণিহার সিনেমা হলে প্রতিদিন ‘পাঠান’সিনেমার চারটি করে শো চলবে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৫ জানুয়ারি। সিনেমাটি আরও করেছেন- দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে।