রিমান্ড শেষে কারাগারে পলক

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডা থানায় করা একটি হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

এর আগে গত ২৩ এপ্রিল মামলাটির তদন্ত কর্মকর্তা পলকের দুই দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত তা মঞ্জুর করেন। এ রিমান্ডের ভিত্তিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে পলক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন—এমন দাবিতে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে তদন্ত সংস্থা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে বাসায় ফেরার পথে গুলিতে নিহত হন আব্দুল জব্বার সুমন। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাকে গুলি করে পালিয়ে যায়।

পরবর্তীতে নিহতের মা নাজমা বেগম বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনকে অভিযুক্ত করা হয়। মামলার এজাহারে জুনাইদ আহমেদ পলককে ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

Nagad