আইরিশদের হারিয়ে সিরিজ জয় টাইগারদের
২৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণভাবেই এগোচ্ছিল আয়ারল্যান্ড। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ১০ রান। এই সহজ সমীকরণই মেলাতে দিলেন না বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। দুর্দান্ত বোলিংয়ে আইরিশদের লক্ষ্যে যেতে তো দিলেনই না উল্টো দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে উপহার দিলেন রোমাঞ্চকর জয়। রুদ্ধশ্বাস ম্যাচে আইরিশদের ৫ রানে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ।
পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রানের বেশি করতে পারেনি আইরিশরা। হার দেখে ৫ রানের। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে রেকর্ড জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ২-০ ব্যবধানে নিজেদের করে নিল তামিম ইকবালের দল।


সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২৭৪ (তামিম ৬৯, রনি ৪, শান্ত ৩৫, লিটন ৩৫, হৃদয় ১৩, মুশফিক ৪৫, মিরাজ ৩৭, মৃত্যুঞ্জয় ৮, হাসান ১, মুস্তাফিজ ০, ইবাদত ১*; লিটল ৯-০-৬৫-০, অ্যাডায়ার ৮.৫-০-৪০-৪, ইয়াং ১০-০-৫৩-১, ক্যাম্পার ৫-০-৩৭-০, ম্যাকব্রাইন ৯-০-৩৯-২, ডকরেল ৭-০-৩১-২)
আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২৬৯/৯ (দোহানি ৪, স্টার্লিং ৬০, বালবার্নি ৫৩, টেক্টর ৪৫, টাকার ৫০, ক্যাম্পার ১, ডকরেল ৩, ম্যাকব্রাইন ৪, অ্যাডায়ার ২০, ইয়াং ৩*, লিটল ১*; হাসান ৯-০-৪৪-২, মুস্তাফিজ ১০-১-৪৪-৪, ইবাদত ১০-১-৫৩-১, মৃত্যুঞ্জয় ৮-০-৬৪-০, মিরাজ ১০-১-৩৮-১, শান্ত ৩-০-১০-১)
ফল: ৫ রানে জয়ী বাংলাদেশ।
সিরিজ: ২-০তে জয়ী বাংলাদেশ।