আবারও ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ১৬, ২০২৩

ছবি- সংগৃহীত

এশিয়া কাপের আয়োজনের অধিকার হারালে ভারতে চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান, এমনটি ‘খুব বাস্তব সম্ভাবনা’ বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি।

সম্প্রতি লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’কে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান এই বিষয়টি জানান।

নাজাম শেঠির দাবি, গত এক দশকে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের কারণে দ্বিপাক্ষিক ক্রিকেটের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং প্রতিবেশী দেশগুলো এখন নিরপেক্ষ ভেন্যুতে একে অন্যের সাথে আইসিসি কিংবা এসিসির ইভেন্টে খেলছে।

শেঠির ভাষ্যমতে, ভারত পাকিস্তানে না গেলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিষয়টি গুরুতর প্রভাব ফেলতে পারে।

শেঠি জানালেন, তারা সব ম্যাচ একটি নিরপেক্ষ ভেন্যুতে চায়। তবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড-বিসিসিআই’কে একটি ভালো ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে আমাদের এগিয়ে যেতে কোনো সমস্যা না হয়।

শেঠি আরও বলেন, ভারতের এমন পরিস্থিতির দিকে তাকানো উচিত নয়, যেখানে আমরা এশিয়া কাপ এবং বিশ্বকাপও বয়কট করি এবং তারপরে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করে। পিসিবি চেয়ারম্যানের বিশ্বাস, তাহলে এটি বিশাল জগাখিচুড়ি হবে।

Nagad

সারাদিন/১৬ মে/এমবি