আজহারুল হত্যা: স্ত্রীসহ দুইজনের বিরুদ্ধে চার্জগঠন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

ছবি- সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে গার্মেন্টস কর্মী আজহারুল ইসলাম হত্যা মামলায় স্ত্রীসহ দুইজনের বিরুদ্ধে চার্জগঠন (অভিযোগ গঠন) করেছেন আদালত। এর মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার (২১ মে) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। একই সাথে আগামী ২০ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত।

বিচার শুরু হওয়া দুইজন হলেন- নিহতের স্ত্রী আসমা আক্তার ও দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের ইমাম আব্দুর রহমান (৬৫)।

এদিন দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। আব্দুর রহমানের আইনজীবী এদিন জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের রবিউল আহমেদ হৃদয় এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর দক্ষিণখানে ২০২১ সালের ২০ মে রাত ৯টার দিকে গার্মেন্টস কর্মী আজহারুল ইসলামকে খুন করা হয়। এই ঘটনায় আজাহারুলের ভাই হাসান ২৬ মে দক্ষিণখান থানায় মামলা করেন।

Nagad

মামলাটি তদন্ত করে গত ২৩ জানুয়ারি আসমা আক্তার ও আব্দুর রহমানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার সাব-ইন্সপেক্টর ফারুক মিয়া। চার্জশিটে আসমার তিন বিয়ে, অনৈতিক সম্পর্ক, স্বামীকে খুনের পরিকল্পনার বিষয় তুলে ধরেন তদন্ত কর্মকর্তা।

সারাদিন/২১ মে/এমবি