ভালুকায় তিন দোকানে আগুনে ২৫ লাখ টাকা ক্ষতি

ময়মনসিংহের ভালুকায় বাজারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উপজেলার মল্লিকবাড়ির নয়নপুর বাজারে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে উপজেলার মল্লিকবাড়ির নয়নপুর পশ্চিম বাজারে একটি পোল্ট্রি খাবারের দোকানে আগুনের সূত্রপাত হলে, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। পরে ফায়ারসার্ভিস ও স্থানীয়রা চেষ্টা কওে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই বাজারের পোল্ট্রি ফিড ও ঔষধের দোকানের মালিক মোঃ আসাদুল ইসলাম জানান, তার দোকানে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার মালামাল ছিলো। আগুনে তার প্রায় সব মালামালই পুড়ে ছাই হয়ে গেছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।