মার্তিনেজ জাদুতে চ্যাম্পিয়ন ইন্টার মিলান

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

ছবি- সংগৃহীত

চলতি বছরের শুরুতেই লাউতারো মার্তিনেজের নেতৃত্বেই এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপার কোপার শিরোপা জিতেছিল ইন্টার মিলান। এবার তার জাদুতে টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান কাপও জিতলেন ইন্টার মিলান।

বুধবার (২৪ মে) এস্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে মার্তিনেজের জোড়া গোলে ফিওরেন্তিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ইতালিয়ান কাপে নিজেদের নবম শিরোপা জিতে নিলো ইন্টার মিলান।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফিওরেন্তিনা। ম্যাচের মাত্র ৩ মিনিটে জাকোমো বোনাভেঞ্চুরার ক্রসে দূরের পোস্টে বল পেয়ে যান গনসালেস। অরক্ষিত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড অনায়াসেই বাকি কাজটা সারেন। ২৪তম মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন জেকো। আর্জেন্টাইন স্ট্রাইকার মার্তিনেজের কাছ থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে বাইরে মারেন তিনি।

২৯তম মিনিটে প্রতি আক্রমণ থেকে সমতা ফেরায় ইন্টার। মার্সেলো ব্রজোভিচের ডিফেন্স চেরা পাস পেয়ে জাল খুঁজে নেন অরক্ষিত মার্তিনেজ। ৩৭তম মিনিটে এগিয়েও যায় ইন্টার। নিকো বারেল্লার ক্রসে অ‍্যাক্রোবেটিক ভলিতে ফের গোলরক্ষককে পরাস্ত করেন মার্তিনেজ। ম্যাচের বাকিটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও আর কেউই গোলের দেখা পায়নি।

এ নিয়ে ইন্টার মিলানের হয়ে ১০১ গোল করলেন লাউতারো মার্তিনেজ। চলতি মৌসুমে এ নিয়ে ২৭ গোল হলো তার। মার্তিনেজের ক্যারিয়ারে এক মৌসুমে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড।

এখন আগামী ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইন্টার মিলান।

Nagad

সারাদিন/২৫ মে/এমবি