আইসিটি বিভাগের পরিচালন বাজেটের রাজস্ব প্রাপ্তি ও ব্যয় সংক্রান্ত পর্যালোচনা সভা
আইসিটি বিভাগের পরিচালন বাজেটের রাজস্ব প্রাপ্তি ও ব্যয় সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩১মে) আগারগাওস্থ আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২২-২৩ অর্থবছরের পরিচালন বাজেটের রাজস্ব প্রাপ্তি ও ব্যয় সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় আইসিটি বিভাগের বিভিন্ন সংস্থার প্রধান, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
বিভাগ ও এর অধীন সংস্থা সমূহের প্রধানগন সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক অগ্ৰগতি তুলে ধরেন। বিভিন্ন সংস্থার প্রধানগণ সভার নির্দেশনা অনুযায়ী চলমান কার্যক্রম সম্পন্ন করার অঙ্গীকার করেন।