ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে নিহত ৩

ফরিদপুর সংবাদদাতাফরিদপুর সংবাদদাতা
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩

ছবি- সংগৃহীত

ফরিদপুরে সেতু নির্মাণ কাজের মাটি ধসে তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (৩১ মে) দুপুর ১২টার দিকে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাবেদ খান (২৩), জুলহাস (২৪) ও অন্তর শেখ (২২)। আহত যুবকের নাম নজরুল ইসলাম (৩০)।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামে সেতু নির্মাণের জন্য মাটি খননকাজ চলছিল। ওই সময় শ্রমিকরা সেতুর নিচের অংশে পাইলিংয়ের কাজ করছিলেন। হঠাৎ সেতুর পূর্ব পাশের মাটি ধসে পড়ে। এ সময় মাটি চাপায় জাবেদ, জুলহাস ও অন্তর নিহত হন। আহত হন নজরুল ইসলাম। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনের লাশ উদ্ধার করে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, মাটিচাপা পড়ে ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Nagad

সারাদিন/৩১ মে/এমবি