আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৩

সেন্ট পিটার্স গির্জার মূল বেদিতে নগ্ন ব্যক্তি
গির্জা পরিদর্শনে গিয়ে এক ব্যক্তি তাঁর পরনের পোশাক খুলে ফেলেন এবং নগ্ন অবস্থায় মূল বেদিতে দাঁড়িয়ে থাকেন। ভ্যাটিকানে সেন্ট পিটার্স বাসিলিকা গির্জায় গতকাল বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে। ভ্যাটিকানের একটি সূত্র বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ওই ব্যক্তি এমন কাজ করেছেন বলে মনে করা হচ্ছে। ওই ব্যক্তির পিঠে আঁকা একটি ছবিতে ইউক্রেনের শিশুদের বাঁচানোর আহ্বান জানানো হয়েছে। সূত্র বলছে, ওই ব্যক্তি তাঁর নখ দিয়ে নিজের গায়ে আঁচড় দিয়েছেন।ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ভ্যাটিকানের নিরাপত্তা প্রহরীরা তাঁকে ইতালির পুলিশের হাতে তুলে দিয়েছেন। গতকাল বিকেলে বাসিলিকা বন্ধ হওয়ার আগমুহূর্তে এ ঘটনা ঘটেছে। সূত্র: প্রথম আলো

শিগগিরই ন্যাটো ও ইইউর সদস্য পদ চান জেলেনস্কি

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল বৃহস্পতিবার ভোরে রুশ বিমান হামলায় শিশুসহ অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী বেলগেরোদ অঞ্চলের শেবেকিনো শহরে ইউক্রেন থেকে গোলাবর্ষণে অন্তত আটজন আহত হয়েছে।
শিগগিরই ন্যাটো ও ইইউর সদস্য পদ চান জেলেনস্কিএসব ঘটনাপ্রবাহের মধ্যে ইউক্রেনীয় বাহিনী কর্তৃক সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিহত করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অব্যাহত সংঘাতের মধ্যেই মলদোভায় ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের (ইপিসি) সম্মেলনে জরুরি ভিত্তিতে সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য পদের দাবির পুনরাবৃত্তি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এদিকে নরওয়ের রাজধানী অসলোতে এক সভায় ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ দেওয়ার বিষয়ে জোটের সদস্যরা সম্মত হয়েছে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। সূত্র: কালের কণ্ঠ

উত্তর কোরিয়ায় অভাব
চাল ৫৯৫ টাকা, ভুট্টা ৩৪৫
ক্ষুধায় মরছে নাগরিকরা, মদে ডুবে ১৪০ কেজি কিম

তীব্র অনিদ্রায় ভুগছেন। মদ আর সিগারেটের নেশায় ডুবে ওজন বেড়ে গেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের (৩৯)। ওদিকে না খেয়ে শুকয়ে মরছে নাগরিকরা। করোনার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি। নিত্যপণ্যের লাগাম ছাড়া দামে বাজার গরম। হু হু করে বাড়ছে খাদ্যপণ্যের মূল্য। চালের দাম বিগত বছরের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। খাদ্যাভাবে মৃত্যুর ঘটনা বেড়েছে তিনগুণ। গত বছরের তুলনায় আত্মহত্যার হার বেড়েছে ৪০ শতাংশ। গোয়েন্দা সংস্থার বরাতে বুধবার এসব কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা। ইয়োনহাপ।ডেইলি নর্থ কোরিয়ার বাজারবিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের মাঝামাঝি রাজধানী পিয়ংইয়ং অঞ্চলের বাজারে প্রতি কেজি চাল ৫ হাজার কেপিডব্লিউ/ওন (কোরিয়ান পিপলস ওন)। বাংলাদেশি মুদ্রায় ৫৯৫.৮০ টাকা (বৃহস্পতিবারের হিসাবে, ১ টাকা=৮.৪০ ওন)। ৩০ এপ্রিলের বাজারদরের সঙ্গে তুলনা করলে ১৫ দিনে চালের দাম কেজিপ্রতি ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ভুট্টার দামও বেড়েছে। ১৪ মে পিয়ংইয়ংয়ে প্রতি কেজি ভুট্টা বিক্রি হয় ২ হাজার ৯০০ ওনে। বাংলাদেশি মুদ্রায় ৩৪৫ টাকা। ৩০ এপ্রিল প্রতি কেজি উয়ানের দাম ছিল ২ হাজার ৭০০ ওন । বাংলাদেশি মুদ্রায় ৩২১ টাকা। এ হিসাবে ভুট্টার দাম বেড়েছে ১৪ দিনে ৭ দশমিক ৪ শতাংশ। করোনার কারণে দুই বছর সীমান্ত বন্ধ থাকার সময়ও খাদ্যপণ্যের দাম এত বাড়েনি। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিস (এনআইএস) জানিয়েছে, কিম জং-উন ক্ষমতাগ্রহণের পর থেকে উত্তর কোরিয়ায় চালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্র: যুগান্তর

বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণ
২৫৬ শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ২৫০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

Nagad

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার সোয়া বছর শেষে রাশিয়ার ভিতরে শুরু হয়েছে গুপ্ত হামলা। দুই দিন আগে খোদ রাজধানী মস্কোতে ড্রোন হামলার জের না কাটতেই এবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল বেলগোরদে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এবং তাতে আটজন আহত হয়েছেন। গতকাল রাশিয়ার রুশ কর্তৃপক্ষ এ অভিযোগ করেছে। সপ্তাহ দুয়েক আগেও এ অঞ্চলেন হামলার ঘটনা ঘটেছিল। ওই অঞ্চলের গভর্নর ভাচেস্লাভ গ্লাদকভ সেখানকার শেবেকিনো শহরের পরিস্থিতি উত্তেজনাকর বলে উল্লেখ করেছেন এবং হামলার জন্যে ইউক্রেনীয় সৈন্যদের দায়ী করেছেন। ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, এ হামলার ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনকে বেলগোরদ অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে।
ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২৫ মাইল উত্তরে বেলগোরদ। অতিসম্প্রতি এখানে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এবং এরকম পরিস্থিতিতে কয়েকটি গ্রাম থেকে লোকজন নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল। বেলগোরদের গভর্নর ভাচেস্লাভ গ্লাদকভ বলেছেন ওই অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলায় ব্যক্তিগত গাড়ি, বাড়িঘর, অফিস এবং গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র; বিডি প্রতিদিন।

যুক্তরাষ্ট্রের সিনেটেও পাস হলো ঋণসীমা বাড়ানোর বিল

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিল প্রেসিডেন্ট জো বাইডেনের ডেস্কে পাঠিয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। বৃহস্পতিবার রাতে বিলটি সিনেটে পাস হয়। সিনেটে বিলটির পক্ষে পড়ে ৬৩ ভোট ও বিপক্ষে ৩৬ ভোট। বাইডেন বলেছেন, তিনি বিলটি আইনে পরিণত করবেন। এর আগে স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে কংগ্রেসে বিল পাস ‍হয়। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের মধ্যে ভোটাভুটিতে ঋণসীমা বাড়াতে বিলের পক্ষে ভোট পড়ে ৩১৪টি। বিপক্ষে ভোট দিয়েছেন ১১৭ জন। খবর বিবিসির এর আগে হাউস অব রিপ্রেজেনটেটিভে বিলের ওপর এক ঘণ্টা বিতর্ক চলে। এতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের নেতারা বক্তব্য দেন। এরপর ভোট শুরু হয়। সূত্র: সমকাল

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১ বছর বয়সী একটি শিশুও রয়েছে। নিহত বাকি দুজন নারী। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, সব ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করা হয়েছে এবং সেগুলোর ধ্বংসাবশেষের আঘাতে লোকজনের প্রাণহানি হয়েছে।কয়েক সপ্তাহ ধরে রাশিয়া কিয়েভ লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গত মে মাসে এ রকম ১৭টি হামলা চালানো হয় এবং সর্বশেষ গত বুধবার রাতের এই আক্রমণ হয়। বেশির হামলাই চালানো হয়েছে রাতের বেলায়। এর মধ্যে একবার দিনের বেলাতেও আক্রমণ করা হয়েছিল। সর্বশেষ এই হামলায় আরও ১১ জন আহত হয়েছেন বলে খবরে বলা হচ্ছে। হামলায় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: দৈনিক বাংলা

মাইনাস ফর্মুলায় ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে সরিয়ে দিতে তৎপরতা শুরু হয়েছে। সরকারের ‘প্রচেষ্টার’পাশাপাশি ইতিমধ্যে পিটিআই ছেড়ে যাওয়া নেতারাও একজোট হতে শুরু করেছেন। তারা চাইছেন, ইমরান খানকে দলের নেতৃত্বের পাশাপাশি রাজনীতি থেকেই সরিয়ে দিতে। দলটির নেতা ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন এই প্রক্রিয়ায়। গত বুধবার তিনি কারাগারে গিয়ে দেখা করেছেন পিটিআই ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কোরেশির সঙ্গে।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, কোরেশির সঙ্গে ফাওয়াদ চৌধুরীর সাক্ষাৎ আসলে পদত্যাগী নেতাদের নিয়ে পিটিআইর নেতৃত্ব পুনর্গঠন প্রক্রিয়া শুরুর চেষ্টা। কারণ বর্তমানে আদিয়ালা জেলে কারাবন্দি কোরেশিই ইমরানের পরই পিটিআইয়ের সবচেয়ে সিনিয়র নেতা। তাকে পক্ষে পাওয়া গেলে ইমরান খানকে সরিয়ে দিতে না পারলেও দল ভেঙে নতুন দল গঠন প্রক্রিয়া অনেকটাই সহজ হবে। তবে শাহ মেহমুদ কোরেশির ছেলে জাইন হুসেইন কোরেশি বলেছেন, ইমরানের সঙ্গ ছাড়তে রাজি হননি তার বাবা। সূত্র: দেশ রুপান্তর

ফেসবুক ইউটিউব থেকে যুদ্ধাপরাধের ছবি ও ভিডিও মুছে ফেলা হচ্ছে

বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো সামাজিক মাধ্যমে গা শিউরানো ছবি ও ভিডিও মুছে ফেললে সম্ভাব্য মানবাধিকার লংঘনের সাক্ষ্যপ্রমাণ হয়তো নষ্ট হয়ে যেতে পারে বলে বিবিসির অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এসব সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলো প্রায়শই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে গা শিউরানো ভিডিও বা যেসব ভিডিওতে অত্যাচার নির্যাতনের অস্বস্তিকর ছবি আছে সেগুলো সরিয়ে নেয়। কিন্তু তারা বলে যেসব গুরুত্বপূর্ণ ফুটেজ মামলা দায়েরে সহায়তা করতে পারে সেগুলো আর্কাইভে সংরক্ষণ না করে নামিয়ে নেয়া সম্ভব।মেটা এবং ইউটিউব বলছে, এক্ষেত্রে তাদের লক্ষ্য হল একদিকে কোন কিছুর সাক্ষ্যপ্রমাণ তুলে ধরা এবং অন্যদিকে ক্ষতিকর কন্টেন্ট থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদের দায়িত্বের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা। সূত্র: বিবিসি বাংলা।

মঞ্চে হোঁচট, পড়ে গেলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একডেমিতে এক সমাবর্তন অনুষ্ঠানে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।বৃহস্পতিবার কলোরাডোর ওই একাডেমিতে এ ঘটনার পর দ্রুতই সামলে নিয়ে হেঁটে নিজের আসনে গিয়ে বসেন বাইডেন।আন্তর্জাতিক গণমাধ্যমে আসা এক ভিডিওতে দেখা গেছে, ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট হোঁচট খেয়ে সামনের দিকে পড়ে যান, হাত সামনে বাড়িয়ে মুখ থুবড়ে পড়ে যাওয়া ঠেকান এরপর হাতে ভর দিয়ে উঠতে চেষ্টা করলেও পারেননি, এ সময় তিন ব্যক্তির সহায়তায় তিনি উঠে দাঁড়ান। তবে এরপর কারও সাহায্য ছাড়াই হেঁটে নিজের আসনে গিয়ে বসেন। পড়ে যাওয়ার পর উঠে বাইডেন পেছনে কোনো একটা কিছুর দিকে ইঙ্গিত করেন। সেখানে টেলিপ্রম্পটারটিকে ধরে রাখার জন্য ব্যবহার করা বালির বস্তার দিকে ইঙ্গিত করে তাতে বাধা পেয়ে তিনি পড়ে গেছেন, এমনটি বুঝিয়েছেন বলে মনে হওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র: বিডি নিউজ

আর্নোকে সরিয়ে ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ফের প্রথম স্থানে চলে এসেছেন টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ফ্রেঞ্চ বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নোকে সরিয়ে আরও একবার এ কৃতিত্ব অর্জন করলেন মার্কিন এ প্রযুক্তি উদ্যোক্তা। খবর সিএনএন-এর।ব্লুমবার্গের বিলিওনিয়ার ইনডেক্স অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের মূল্য ১৯২ বিলিয়ন মার্কিন ডলার। আর ১৮৭ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আর্নো। গত কয়েক মাস ধরেই শীর্ষ ধনীর তালিকায় আর্নোর বেশ কাছাকছি ছিলেন মাস্ক। ব্লুমবার্গের হিসেব মতে, গত বুধবার এলভিএমএইচের শেয়ারের দরপতন হওয়ায় আর্নোর সম্পদের পরিমাণও কমে যায়। আর এতেই ৫১ বছর বয়সী মাস্ক এই ফ্রেঞ্চ ধনকুবেরকে ছাড়িয়ে যান। অবশ্য গত ডিসেম্বরে মাস্ককে সরিয়েই শীর্ষ ধনী হয়েছিলেন আর্নো। সেই সময় এলভিএমএইচের বিলাসবহুল পণ্যের বিক্রি বৃদ্ধির সাথে সাথে কোম্পানিটির শেয়ারের দামও বেড়ে যায়। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।