আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জুন ২, ২০২৩

বাজেটে বাস্তবতা কম, স্বস্তির চেয়ে চাপ বেশি
ব্যয় ৭,৬১,৭৮৫ কোটি টাকা
আয় ৫,০০,০০০ কোটি টাকা
ঘাটতি ২,৬১,৭৮৫ কোটি টাকা

একে দুঃসময়ের বাজেটই বলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক যেমনটি লিখেছিলেন, ‘যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে,/ যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া,/ মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, /দিক্‌-দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা…।’ একদিকে অর্থনীতি নানা সংকটে। সরকারের আয় কম, ব্যয়ের চাপ বেশি। জ্বালানি ও ডলার–সংকটে ব্যবসায়ীরা বিপাকে, মূল্যস্ফীতির চাপে দিশাহারা সীমিত আয়ের মানুষ। ভূরাজনীতিও বিরূপ। অথচ সামনেই নির্বাচন। বর্তমান মেয়াদেরও শেষ বাজেট। এখনই তো চমক দেখানোর কথা। অথচ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের জন্য যে বাজেটটি দিলেন, তাতে চমক নেই, সমস্যার স্বীকৃতি আছে, কিন্তু সুসময়ে ফেরার ব্যবস্থা নেই। আয়-ব্যয়ের প্রস্তাবিত বাজেটে বড় ব্যয়ের পরিকল্পনা আছে, কিন্তু আয় বাড়ানোর বড় ব্যবস্থা নেই। আয়-ব্যয়ের প্রস্তাবে কল্পনা আছে, অর্জনের বাস্তবতা কম। ফলে ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটতি মেটানোর যে আয়োজন অর্থমন্ত্রী করেছেন, তাতে মূল্যস্ফীতি আরও বাড়াবে বলেই আশঙ্কা আছে। সূত্র: প্রথম আলো

৬১ শতাংশ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণে

ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ৬১.৮ শতাংশ দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার। উত্তর সিটিতে রোগী ১৬.৩ শতাংশ। ২১.৯ শতাংশ ঢাকার বাইরে থেকে এসেছে।৬১ শতাংশ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণেস্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ শাখার প্রায় পাঁচ মাসের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত চালানো এই জরিপে ঢাকার চারটি সরকারি ও পাঁচটি বেসরকারি এবং একটি স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি ৭২২ রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়।
জরিপে যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, কাজলা, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, নারায়ণগঞ্জ, মুগদা ও জুরাইনে সবচেয়ে রোগী পাওয়া গেছে। সূত্র কালের কণ্ঠ

২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ
বাজার গরম ঠান্ডা আইএমএফ
নজর অর্থ সংগ্রহে : পদে পদে কর ও ভ্যাটের জাল

আপনার স্কুলগামী সন্তানের জন্য বলপয়েন্ট কলম কিনতে খরচ বাড়বে। এর উৎপাদন পর্যায়ে অর্থমন্ত্রী ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছেন। শুধু তাই নয়, বসতঘর থেকে রান্নাঘর পর্যন্ত ব্যবহার্য অধিকাংশ পণ্যের উৎপাদন ব্যয়ও বাড়বে। বহুজাতিক ঋণদাতা সংস্থা আইএমএফ’র শর্ত পূরণ করতে গিয়ে অর্থমন্ত্রী এবার কঠোর হয়েছেন নিম্ন থেকে উচ্চ-সবস্তরের মানুষের ওপর। অর্থ সংগ্রহের দিকে দিয়েছেন বেশি নজর। যে কারণে পদে পদে ফেলছেন ভ্যাট ও করের জাল। এতে মানুষের দুর্দশা ও দুর্ভোগ বাড়বে, প্রায় সব ধরনের পণ্যের দামে গরম হয়ে উঠবে বাজার। তবে বেশ ঠান্ডা হবে আইএমএফ। বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে আগামী (২০২৩-২৪) অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে সকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়া বাজেটের অনুমোদন দেওয়া হয়। সেখানে মোট ব্যয় ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা এবং আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকা। আর ঘাটতি (অনুদানসহ) ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা এবং অনুদান ছাড়া ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের শিরোনাম দেওয়া হয়েছে-‘উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা।’ সূত্র: যুগান্তর

Nagad

বরাদ্দ বেড়েছে সামাজিক নিরাপত্তায়
আজীবন পেনশন মিলবে ১০ বছর চাঁদা দিলে

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ১১ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া এ অর্থবছর থেকে সুবিধাভোগীরা ১০ বছর চাঁদা দিলেই পাবেন আজীবন পেনশনের সুবিধা। গতকাল জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এবার ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে এ খাতে বরাদ্দ বাড়িয়ে মোট ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বরাদ্দ মোট বাজেটের ১৬ দশমিক ৫৮ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৫২ শতাংশ। চালু হচ্ছে সর্বজনীন পেনশন : অর্থমন্ত্রী আরও জানান, এ অর্থবছর থেকেই সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে। দেশের বাইরে কর্মরত নাগরিকও অংশগ্রহণ করতে পারবেন এ স্কিমে। ২০২৩-২৪ অর্থবছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে। প্রস্তাবিত স্কিমে অন্তর্ভুক্ত হলে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর পর্যন্ত এবং ৫০ বছরের অধিক বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর পর্যন্ত চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। এতে প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকও অংশগ্রহণ করতে পারবেন। পেনশনে থাকাকালে ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি পেনশনারের ৭৫ বছর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন। চাঁদাদাতা কমপক্ষে ১০ বছরের চাঁদা প্রদান করার আগেই মৃত্যুবরণ করলে জমাকৃত অর্থ মুনাফাসহ নমিনিকে ফেরত দেওয়া হবে। সূত্র: বিডি প্রতিদিন।

সরকারের ব্যাংক ঋণ নির্ভরতা বাড়বে
সুদ পরিশোধেই যাবে ৯৪ হাজার ৩৭৬ কোটি টাকা

এমনিতেই এখন উচ্চ মূল্যস্ফীতি। সঞ্চয়পত্র থেকে ঋণ কমছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে ঋণযোগ্য তহবিল কম থাকায় অভ্যন্তরীণ উৎসে সরকারের ঋণ চাহিদার বেশিরভাগই মেটাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে আগামী অর্থবছর ব্যাংক থেকে রেকর্ড ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরের মূল বাজেটে যা ছিল ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৪২৫ কোটি টাকা করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, সরকারের খরচ বাড়লেও আশানুরূপ রাজস্ব আদায় হচ্ছে না। আবার সঞ্চয়পত্রে বিক্রির চেয়ে পরিশোধ হচ্ছে বেশি। বিদেশি উৎস থেকে আগের তুলনায় ঋণ কমেছে। এসব কারণে এখন ব্যাংক ব্যবস্থা থেকেই সরকারকে বেশি ঋণ নিতে হচ্ছে। চলতি অর্থবছরের ১০ মে পর্যন্ত ব্যাংক থেকে সরকার নিট ৭৮ হাজার ৫৬০ কোটি টাকার ঋণ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক দিয়েছে ৬৭ হাজার ৯০৬ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক ঋণ সরবরাহ করার বিষয়টি সরাসরি টাকা ছাপানোর মতো। এ রকম প্রবণতা মূল্যস্ফীতিকে উস্কে দেয়। এমনিতেই এখন ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতি। এর মধ্যে ব্যাংক ঋণ আরও বাড়লে মূল্যস্ফীতির ওপর চাপ অনেক বাড়বে। অন্যদিকে, আগামী অর্থবছরের জন্য সঞ্চয়পত্র থেকে ১৮ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে ৩৫ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ছিল। তবে ঋণ না বেড়ে উল্টো গত এপ্রিল পর্যন্ত কমেছে ৩ হাজার ৫৮০ কোটি টাকা। সূত্র: সমকাল

৪ জেলায় তীব্র দাবদাহ, চট্টগ্রাম-সিলেট বিভাগে বৃষ্টির আভাস

দেশের চার জেলার ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় এ সংস্থাটি।শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর দিনাজপুর, রাজশাহ এবং সৈয়দপুরের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং সিলেট, পটুয়াখালী, ভোলা, বরিশাল, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সূত্র: দৈনিক বাংলা ।

জীবন হবে আরও কঠিন

ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মানতে গিয়ে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব জাল আরও বিস্তৃত হয়েছে। আর এ জালে স্বল্প আয়ের ও নিম্ন-মধ্যবিত্তকে আটকে ফেলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করযোগ্য আয় না থাকলেও আগামী ১ জুলাই থেকে কর পরিশোধ করার প্রস্তাব করেছেন তিনি। অনেক পণ্যের ওপর থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি কমালেন বা প্রত্যাহার করে নিলেন। সম্পূরক শুল্ক খাতে ব্যাপক পরিবর্তন আনলেন। অনেক পণ্যে নতুন ভ্যাট হার ও আমদানি শুল্ক যোগ করলেন। এভাবে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আইনের মারপ্যাঁচে অনেক জিনিসপত্রের দাম আরও বাড়ানো হলো। সরকারের আয় বাড়াতে গিয়ে সাধারণ মানুষকে চেপে ধরলেও কৌশলী অর্থমন্ত্রী কায়দা করে ঠিকই ধনীদের সুবিধা দিয়েছেন। সূত্র: দেশ রুপান্তর

‘টানা সাতদিন থাকবে গরমের তীব্রতা, বাড়বে লোডশেডিং’

বিদ্যুৎ সংকট আর লোডশেডিং নিয়ে ইত্তেফাকের বিষয়ক খবরের শিরোনাম, টানা সাতদিন থাকবে গরমের তীব্রতা বাড়বে লোডশেডিং।আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এই খবরে বলা হয়েছে যে অন্তত ৭ তারিখ পর্যন্ত এই গরম অব্যাহত থাকবে। আর এই সময়ে বিদ্যুতের বাড়তি চাহিদা সামাল দিতে লোডশেডিংয়ের মাত্রা আরো বাড়তে পারে। লোডশেডিংয়ের কারণে রাজধানী ঢাকার মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়েছে ডেইলি স্টারের Frequent power cuts pile misery on city residents প্রতিবেদনে। গত দু’দিন ধরে ঢাকা ও আশেপাশের এলাকার মানুষ দিনে পাঁচ-ছয় ঘণ্টা করে লোডশেডিংয়ের শিকার হচ্ছেন বলে উঠে এসেছে এই প্রতিবেদনে। সূত্র: বিবিসি বাংলা ।

স্বাস্থ্যের বরাদ্দে বিশেষজ্ঞরা অখুশি
“স্বাস্থ্য খাতের কিছু জায়গায় উন্নয়ন খুব জরুরি,” বলেন লেনিন চৌধুরী।

নতুন অর্থবছরের জন্য স্বাস্থ্য খাতে যে বাজেট প্রস্তাব করা হয়েছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, দেশের দুর্বল স্বাস্থ্যখাতকে পথ দেখাতে বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সংস্কার আনা জরুরি ছিল। সেই বাস্তবতায় এবার যে বরাদ্দ এসেছে তাতে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।২০২৩-২৪ অর্থবছরের জন্য স্বাস্থ্যখাতে ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের ৫ শতাংশ। বিদায়ী অর্থবছরের মূল বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা বা মোট বাজেটের ৫.৪ শতাংশ। পরে সংশোধনে তা ২৯ হাজার ৭৪৯ কোটি টাকা বা ৪.৫ শতাংশে নেমে আসে। টাকার অংকে বরাদ্দ সামান্য বাড়লেও তাতে সন্তুষ্ট নয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের একজন লেলিন চৌধুরী বলেন, “কোভিড দুর্যোগের সময় স্বাস্থ্য খাতের নাজুক অবস্থা সামনে আসে এবং কোন কোন জায়গায় সংস্কার প্রয়োজন তাও ধরা পড়ে। সূত্র: বিডি নিউজ

ডলারের বিপরীতে টাকার বিনিময় দর কমল ১.৫ টাকা

বৃহস্পতিবার রিজার্ভ থেকে ডলার বিক্রির রেট ১.৫ টাকা বাড়িয়ে ১০৬ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ নিয়ে দুইবার টাকার দাম ১.৫ টাকা কমানো হলো, যা চলতি অর্থবছরে সর্বোচ্চ। এর আগে গত এপ্রিলের শেষদিন স্থানীয় মুদ্রার দামের ১.৫ টাকা অবমূল্যায়ন করা হয়। এর আগে রিজার্ভ থেকে ডলার বিক্রির দাম সর্বোচ্চ ১ টাকা করে বাড়ানোর প্রবণতা ছিল। বৃহষ্পতিবার নতুন দামে ৪৫ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে রিজার্ভ থেকে। চলতি অর্থবছরে এ পর্যন্ত রিজার্ভ থেকে রেকর্ড ১২.৭৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সূত্র: বিজনেস স্টান্ডার্ড।