পদ্মায় নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ সংবাদদাতামুন্সিগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩

ছবি- সংগৃহীত

মুন্সিগঞ্জের মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৩ জুন) দুপুর ১২টার দিকে নিখোঁজ শিক্ষার্থী নূরুল হক নাফিউয়ের (২৫) লাশ উদ্ধার করে কোস্ট গার্ড।

এর আগে শুক্রবার (০২ জুন) বিকেলে আরেক শিক্ষার্থী সব্যসাচী সোম্য’র (২৯) লাশ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে আমাদের কাছে খবর আসে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে পদ্মা কোস্ট গার্ড স্টেশনের ছয়জনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সেসময় জানা যায়, শুক্রবার সকালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চার ছাত্র ও একজন ড্রাইভার স্পিডবোটে করে পদ্মা সেতুর ১৬ নং পিলারের পাশের চরে ঘুরতে যান। তারা গোসল করতে নামলে সব্যসাচী সোম্য ও নূরুল হক নাফি নিখোঁজ হন।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, শুক্রবার বিকেলে সব্যসাচী সোম্য’র লাশ উদ্ধার করা হয় এবং শনিবার দুপুর ১২টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে টেউটিয়া জেলে পাড়া থেকে ভাসমান অবস্থায় নাফিউয়ের লাশ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, কোস্ট গার্ডের পাশাপাশি নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। দুইজনের লাশ পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তরের করা হয়েছে।

সারাদিন/০৩ জুন/এমবি 

Nagad