২৪ ঘণ্টায় আরও ৬৫ জনের করোনা শনাক্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৫ জনের করোনাভাইরসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৯ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর ফলে দেশে করোনায় মোট ২৯ হাজার ৪৪৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (০৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে এক হাজার ৬১টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মোট এক হাজার ৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ২৯ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা হয়েছে।

বিজ্ঞিপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ ১৮ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট ২০ লাখ ৬ হাজার ৩৩১ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ১১ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

সারাদিন/০৩ জুন/এমবি 

Nagad