শিক্ষাপ্রতিষ্ঠানে পুরস্কার শিক্ষা সহায়ক উপকরণ প্রদানের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (০৪ জুন) মাউশি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে বিদ্যালয়গুলোর সহশিক্ষাক্রমিক কার্যক্রমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রোকারিজ সামগ্রী প্রদান করা হয়। এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের শিখন-শেখানো কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ পরিপ্রেক্ষিতে গুণগত শিক্ষা অর্জনের লক্ষ্যে সকল অনুষ্ঠানে প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে বয়স উপযোগী মানসম্মত বই অথবা শিক্ষা সহায়ক উপকরণ প্রদানের নির্দেশনা দেওয়া হলো।
সারাদিন/০৪ জুন/এমবি