ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৯১ শতাংশই ফেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে ৯১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেন। মোট পাস করেছেন ১১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।
বুধবার (০৭ জুন) দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট পরীক্ষা দিয়েছে এক লাখ ১৫ হাজার ২২৩ শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ১১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৬৯ শতাংশ। ৯০ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।
এবার ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট থেকে ২ হাজার ৯৩৪ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।
এর আগে গত ০৬ মে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের ৮টি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি ওয়েবসাইটে লগইন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজ নিজ ফল দেখতে পারবেন। ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে https://admission.eis.du.ac.bd এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর শিক্ষার্থীরা নিজের এইচএসসি ও এসএসসির তথ্য দিয়ে লগইন করতে পারবেন। শিক্ষার্থীর নিজের প্রোফাইলে ঢুকলে ভর্তির ফল দেখতে পাবেন। এছাড়া মোবাইল মেসেজে ভর্তির ফল জানতে DU<space>unit<space> Roll লিখে ১৬৩২১ নাম্বারে পাঠিয়ে দিলে ফল জানা যাবে।
সারাদিন/০৭ জুন/এমবি