চমেবি’র শুদ্ধাচার পুরস্কার পেলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্মক্ষেত্রে বার্ষিক পেশাগত প্রতিবেদনের নিমিত্তে কর্মক্ষেত্রে সুচারু ও গতিশীল করার নিমিত্তে কর্মরত বিভিন্ন গ্রেডের মধ্যে “শুদ্ধাচার পুরস্কার” প্রদানের প্রণিধান করেছে। শুদ্ধাচার পুরস্কার প্রদান ২০২১ নীতিমালার আলোকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ এর শুদ্ধাচার পুরস্কার প্রদান করেছে। এবার চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ২য় -৯ম গ্রেডের বিভাগে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ—পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া সহ আরো দুজনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। অপর দুজন হলেন, ১০-১৬ গ্রেডের বিভাগে মো. রাজ্জাকুল হায়দার চৌধুরী ও ১৭-২০ গ্রেডের বিভাগে মো. মোজাহিদুল ইসলাম।
উল্লেখ ডা. বিদ্যুৎ বড়ুয়া করোনাকালে চট্টগ্রামে বেসরকারি পর্যায়ে স্বাধীণতার পরে প্ৰথম ফিল্ড হাসপাতাল “ চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল “ তৈরি করে সাধারণ মানুষকে সেবা দিয়ে জনবান্ধব ও মানবিক চিকিৎসক হিসেবে সুপরিচিত। তিনি ইতিমধ্যে ভারতের আন্তর্জাতিক পুরস্কার “চিকিৎসক রত্ন” বাংলাদেশ সরকারের শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইয়ুথ আইকন ও হেলথ হিরো সহ সহস্রাধিক সম্মাননা পুরস্কার অর্জন করেন।
এছাড়া তিনি প্রতি সোমবার ফ্রি রোগী ও মেডিসিন প্রদান করেন এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের অবহেলিত জায়গায় হেলথ ক্যাম্প ও ফ্রি মেডিসিন প্রদান করে স্বাস্হ্য সেবা দিয়ে যাচ্ছেন।
সারাদিন. ৯জুন. আরএ